ডেঙ্গুর পরীক্ষার আড়ালে টেস্ট বাণিজ্যের অভিযোগ
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ১০:৪৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার
নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু মশার কামড়ে যেমন প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, তেমনই সংকট পড়ছে টেস্ট কীটেরও। সরকারি হাসপাতালগুলোতে কীট সংকটের কারণে রোগীদের পাঠিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতালে। তবে সেখানে গিয়েও নতুন বিপত্তি, শুধু ডেঙ্গু পরীক্ষা নয় সাথে দেওয়া হচ্ছে আরও নানা রকম পরীক্ষা।
সেই পরীক্ষা করতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এই টেস্ট বাণিজ্য নিয়ে রীতিমত হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছেন রোগীরা। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) এমনই অভিযোগ করেছেন দীপ্ত নামের এক ভুক্তভোগী যুবক। তিনি বলেন, ‘আমার এক আত্মীয়ের বেশ কিছুদিন ধরেই জ্বর ছিলো।
তাই টেস্ট করাতে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাপতালে নিয়ে গিয়েছিলাম। সেখানে লাইনে দাড়িয়ে জানতে পারলাম ডেঙ্গুর টেস্ট নাকি পাশের কোন ক্লিনিকে করাবে। সেখানে আমিসহ আরও ১০-১৫জনকে ডাক্তার রেফার্ড করে পাশের একটা একতা নামের ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে এসে দেখি ডেঙ্গু পরীক্ষার সাথে ডন্ডিসসহ আরও নানান রকম পরীক্ষা দিয়ে দিচ্ছে তারা। যাকে যে ধরনের মন চাচ্ছে সেই রকমই পরীক্ষা দিচ্ছে। এক কথায় ডেঙ্গু পরীক্ষা নিয়ে তারা টেস্ট বাণিজ্য করছে।’
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান বলেন, ‘আসলে এই মাসে যে ডেঙ্গু বাড়বে সেটা আমরা বুঝিনি। হটাৎ করে ডেঙ্গু বাড়াতে টেস্ট কীটের কিছুটা টান পড়েছিলো। প্রতিদিনের গড়ে যদি ১০০জনের টেস্ট করানো হয় তাহলে হটাৎকরে তো এতো কীট আসা সম্ভব নয় তবে আমাদের হাতে ইতিমধ্যে কীট এসে পৌছে গেছে।
তাই এখন কীট সংকট আর নেই। বিভিন্ন উপজেলাগুলোর কিছু কিছু জায়গায় কীট সংকট থাকতে পারে। সরকারি হাসপাতালে পরীক্ষা করতে লাগে ৫০ টাকা কিন্তু বেসরকারি হাসপাতালে ২০০ নেয়া হচ্ছে। কোথাও অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই ’। এন. হুসেইন রনী /জেসি