সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতিদিন শতাধিকের বেশি ডায়রিয়ায় আক্রান্ত, দাঁড়িয়ে নিচ্ছে চিকিৎসা

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:০৮ এএম, ২৫ নভেম্বর ২০২৪ সোমবার



নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে রোজ ২৪ ঘন্টায় ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে প্রায় শতাধিকেরও বেশি। নারী-পুরুষ ও শিশুসহ সব বয়সের রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে। সরকারি ও কম খরচ হওয়া প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে মানুষ মানুষ ছুটে আসছেন। সূর্যের আলো বাড়ার সাথে সাথে রোগীদেরভীড় ও বাড়ছে।

 


চিকিৎসকরা বলছেন, সাধারণত তীব্র গরমে ডায়রিয়া রোগীর সংখ্যা হাসপাতালে বাড়ে। অথচ এবার দেখা যাচ্ছে কিছুটা বিভিন্ন। সকাল দিকে ঠান্ডাছন্ন পরিবেশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপটাও বাড়তে থাকে।  সেই ভ্যাপসা গরম, পানি ও বাহিরের খাবার খাওয়ার কারণে এ ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে রোগীরা। তবে আগের তুলনায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিন রোগীর সংখ্যা প্রায় শতাধিকের বেশি হচ্ছে। ১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাসপাতালে প্রতিদিন ১৪০ এর উপরে রোগী ভর্তি হয়েছে। এছাড়া ১২ টা হতে গত কাল ২৩ নভেম্বর সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৭জন রোগী ভর্তি হয়েছে। পাশাপাশি হাসপাতালে দেখা যায় প্রতিটি বেডে ডায়রিয়া রোগী থাকায় বেড সংকটে স্যালাইন স্ট্যান্ড নিয়ে দাড়িয়ে থেকেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

 


হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ সুলতানা আক্তার বলেন, ২৪ ঘন্টায় শতাধিকের বেশি ডায়রিয়া রোগী আসছে। কয়েকদিন ধরে এর সংখ্যাটা কিছুটা বেড়েছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আমাদের চাপ কিছুটা বেড়েছে। আজকে হাসপাতালে ডুকেই নার্সের পোশাক পড়ার মতো সময় পায়নি।

 

 

এসেই দেখি এক বাচ্চা রোগী কান্নাকাটি করছে তাই এসেই স্যালাইন দিয়ে দিয়েছি। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ১০ বেড রয়েছে। দেখা যায় সব বেডে রোগী দিয়ে পূর্ণ থাকে। আবার বাহিরের বেডেও রোগী থাকে। তবে ডায়রিয়া আক্রান্ত রোগী যারাই আসছেন তাদের অবস্থা গুরুতর না হলে একটি স্যালাইন পুশ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।     এন. হুসেইন রনী  /জেসি