জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
যুগের চিন্তা
প্রকাশিত : ১০:১৮ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গতকাল বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ সিমরাইল মোড় চিটাগাংরোড হাজী এ রহমান সুপার মার্কেট, চাইনিজ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় জিয়া সৈনিক দল,নারায়ণগঞ্জ জেলা আহবায় কমিটির নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরা হয় । জিএম সুমনকে আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা ও শফিকুল ইসলাম কে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে শাহাবুদ্দিন সিনিয়র সহ-সভাপতি, মোঃ আলমগীর হোসেন ও আবু নাসের যুগ্ন আহবায়ক এবং সদস্য মোঃ সোহেল। নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহবায়ক কমিটি, কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশকারী জিয়া সৈনিক দলের অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের পরামর্শে জিয়া সৈনিক দল গঠন করা হয়েছে।
জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এনএইচ রুবেল, সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহাম্মেদ মুন্না, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন। জিয়া সৈনিক দল,নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করায়, কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতা কর্মীরা মত বিনিময় সভায় বলেন, বিগত ১৬ বছর যাবত আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে কমিটি গঠন তো দূরের কথা কোন আলোচনা সভাই করিতে পারি নাই। ৫ ই আগস্ট এর ছাত্র জনতার আন্দোলনে বাকশালী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার দেশ থেকে পলায়নের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতার সুঘ্রাণ পেতে শুরু করেছে।
তারই ধারাবাহিকতায় আজ মানুষ মুক্ত আকাশের নিচে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। আজ এই নবগঠিত কমিটির মাধ্যমে তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে খুনি শেখ হাসিনার দোসরদেরকে প্রতিহত করব। অমর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এন. হুসেইন রনী /জেসি