জুট এসোসিয়েশনের ৫৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
যুগের চিন্তা
প্রকাশিত : ১০:১৯ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
বাংলাদেশ জুট এসোসিয়েশনের ৫৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ জুট এসোসিয়েশনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ। সভায় ৩০ জুন ২০২৩ ইং তারিখের সমাপ্ত বছরের অডিট রিপোর্ট সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।
এবং ২০২৩-২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির কর্মকান্ডের প্রতিবেদন তুলে ধরা হয়। এসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আখন্দ বলেন, ‘বাংলাদেশ জুট এসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সংগঠন। এটা কাঁচা পাট রফতানী করে থাকে। এই সংগঠনের মাধ্যমে দেশ এক সময়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং এখনো করে যাচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা, সরকারের ভুল নীতি কিংবা যেকোনো কারণেই হোক আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি।
এরপরও আমরা কাঁচা পাট রফতানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতি অবস্থান তৈরী করে রেখেছি। যেসকল সমস্যার জন্য আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি, সেসকল সমস্যা সমাধানের জন্য জন্য আমরা সরকারের সাথে দেনদরবার করছি। ইতিমধ্যেই সরকারের কাছে বেশ কিছু দাবি রেখেছি আমরা। আমরা আমি আশা করি, বর্তমান সরকার এই সমস্যাগুলো সমাধন করে পূর্বের ন্যায় আমাদেরকে গতিশীল করে তুলবেন।’
সভায় বাংলাদেশ জুট এসোসিয়েশনের সদস্যরা তাদের বক্তব্যে বিদ্যমান সমস্যা এবং নানা প্রস্তাব তুলে ধরেন। এর প্রেক্ষিতে এসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আখন্দ প্রস্তাবিত বিষয়গুলো সমাধানের আশ^াস প্রদান করে বলেন, ‘গত ৫ আগস্টের আগের প্রেক্ষাপট ছিলো একরকম, আর ৫ আগস্টের পর হয়েছে আরেক রকম। বিগত সময়ে বিভিন্ন ভুল নীতির কারণে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা বর্তমান সরকারের সাথে দেন দরবার করছি।’
তিনি বলেন, ‘গত অর্থবছরে যেধরনের এক্সপোর্ট করেছি, এই অর্থবছরেও এর ধারাবাহিকতা ঠিক রয়েছে। আশা করছি যে, গত বছরের তুলনায় এবার আমাদের এক্সপোর্ট কিছুটা হলেও বাড়াতে পারবো। গত অর্থবছরে প্রায় ১৩ লাখ বেল এক্সপোর্ট করেছি, যেটা প্রায় সাড়ে ১৪ শত কোটি টাকার মত হবে। এটা আমরা আরও বৃদ্ধির চেষ্টা করে যাবো। এটা কমানোর কোনো সুযোগ নেই।’
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান গোপাল চন্দ্র তালুকদার, কার্যকরি কমিটির সদস্য ইকবাল হোসেন ভূইয়া, আবুল কালাম আজাদ, আব্দুস সাত্তার, বিএম আসিফ, মাহমুদুর রহমান, রঞ্জন কুমার দাস, গাজী শফিকুল ইসলাম, শরীফ মোহাম্মদ শহিদুজ্জামান, জিয়া উদ্দিন আহমেদ, প্রমূখ। এন. হুসেইন রনী /জেসি