মেঘনা নদীর মাছের ঘের সরানোর সাতদিনের সময় বেধে দিলেন ইউএনও
সোনারগাঁ প্রতিনিধি
যুগের চিন্তা
প্রকাশিত : ১১:৪৮ এএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার
সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর মাছের অবৈধ ঘের সরানোর ৭ দিনের সময় বেধে দিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। গতকাল রবিবার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনি এ ঘোষনা দেন।
সোনারগাঁয়ের উপর দিয়ে প্রবাহিত মেঘনা নদীতে প্রায় দুইশতাধিরে উপর অবৈধ ঘের তৈরি করে মাছ শিকার করছেন এক শ্রেণির অসাদু ব্যক্তিরা। প্রশাসন তাদেরকে বারবার সর্তক করলেও তারা কোন ভাবেই এই ঘের মালিকদের নিয়ন্ত্রনে আনতে পারছে না। অবৈধ ঘেরের কারণে মেঘনা নদীতে বিভিন্ন নৌযান চলাচলে প্রতিনিয়ত বাধাগ্রস্থ হচ্ছে। যার কারনে দূর্ঘটনায় পরছে যানবাহন।
এছাড়া সাধারন জেলেরা নদীতে মাছ ধরতে পারছে না। বিভিন্ন গাছের ডাল, কচুরিপানা ও বাঁশ দিয়ে নদীর বিভিন্ন স্থানে ঘের দিয়ে মাছের অভয়ারন্য তৈরি করে সেখানে মাছের খাবার দিয়ে মাছ শিকার করছেন স্থানীয় প্রভাবশালী মহল।
স্থানীয় প্রশাসন ওই মহলের কাছে অনেকটাই অসহায়। এ অবস্থায় প্রশাসন থেকে বারবার নিষেধাজ্ঞা দেয়ার পরও অবৈধ ঘের অপসারন না করায় গতকাল রবিবার দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা প্রশাসন। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার মঞ্জুরুল আলম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তারসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল।
অভিযানে অংশ নেয়া সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, অবৈধ ঘেরের কারণে মেঘনা নদীর মাছ ও অন্যান্য জলজ প্রানী হুমকির মধ্যে পরেছে। তাই আমরা অবৈধ ঘের ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের উদ্যোগ নিয়েছি। অভিযানের খবর পেয়ে অধিকাংশ অবৈধ ঘের ব্যবসায়ী পালিয়ে গেছেন। যাদের পাওয়া গেছে তাদেরকে সাত দিনের সময় বেঁধে দেয়া হয়েছে যাতে এই সাত দিনের মধ্যে তারা নিজ উদ্যোগে অবৈধ ঘের নদী থেকে সরিয়ে নেন। যদি এগুলো না সরান তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সোনারগাঁ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার বলে, আমাদের সীমিত জনবল দিয়ে এত অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা প্রায় কষ্টসাধ্য তবে আমরা তাদেরকে আগামী সাতদিনের মধ্যে সকল ঘের সরানোর নির্দেশ দিয়েছি। নির্দেশ পালন না করলে প্রত্যেক ঘের ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
মেঘনা নদীর সাধারণ জেলেরা জানান, এই ঘের ব্যবসায়ীদের জন্য আমরা নদী গিয়ে কোন মাছ পাইনা। তারা ঘেরের চারদিকে জাল দিয়ে ছেকে ছোট বড় সকল মাছ ধরে ফেলে। এতে দিন দিন নদীর মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। এন. হুসেইন রনী /জেসি