বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২১ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

যেসব গার্মেন্টসের মালিক পাওয়া যাচ্ছে না, আগামী সপ্তাহে নির্দেশনা

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার


বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ’র চলমান উন্নয়ন প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ৩নম্বর মাছ এলাকায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ’র চলমান উন্নয়ন প্রকল্প কার্যক্রম পরিদর্শনে আসেন নৌপরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন।

 

 

এসময় তাকে ৫নম্বর সার ঘাট ও মাছ এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করে দেখান বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মনোয়ার হোসেন শোখন। উপদেষ্টার সাথে পরির্দশনে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী ড্রেজিং রকিবুল ইসলাম তালুকদার, বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন) একেএম আরিফ উদ্দিন, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো.মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর উপ-পরিচালক (বওপ) মোবারক হোসেন মজুমদার, সার মালিক সমিতির সভাপতি, ৩নম্বর মাছ ঘাট মৎস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ প্রমুখ।

 

 


এসময় নৌপরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জে এক সময় পাটের ব্যবসা ছিলো। এটাকে প্রাচ্যের ডান্ডি বলা হইতো। পাট না থাকলেও এখন নানা ধরণের ব্যবসা হচ্ছে। এখানে প্রোজেক্ট হচ্ছে আমরা যদি এসে না দেখি তাহলে সময় মতো এটা করবে না। এটা যদি বাধা দেয়া হয় তাহলে কাজ হবে না।

 

 

ওয়ার্ড ব্যাংক যখন কিছু করে তখন টোটাল পরিকল্পনা করে। এখানে গাছ লাগবে কিনা, লাগবে না, সেটাও দেখবো। পরিবেশ নিয়ে আমরাও অনেক চর্চা করি। গরিবদের সম্পর্কে আমরা সচেতন। তাই তাদের এত হৈ চৈ করার দরকার ছিল না। এগুলো বলে লাভ নেই। উন্নয়ন হবে পাশাপাশি পরিবেশের দিকেও লক্ষ্য রাখা হবে। ডেভোলাপমেন্ট হবে পরিবেশ নিয়েও হবে। আমরা বুড়িগঙ্গা নদী পরিচ্ছন্নতার জন্যেও আলোচনা করেছি।

 

 

আমি যদি পারি নিজে পরিবেশ বিশেষজ্ঞদের ডেকে নিয়ে আসবো। শীতলক্ষ্যা নদীর পানি দূষণ হচ্ছে এটা আমাদেরও চিন্তার বিষয়। এখানে পানি ময়লা, মাছ হচ্ছে না। এগুলো তো চলতে পারে না। শীতলক্ষ্যা নদীসহ দেশের সব নদী দূষণ রোধে পরিবেশ ও নৌ-মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। নদী রক্ষা কমিশনের মাধ্যমে নদী দখল রোধে অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


তিনি আরো বলেন, যেসব গার্মেন্ট বন্ধ হয়েছে। এখানে শ্রমিকদের শ্রমিকের দোষ দিলে হবে না, কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে তা টের পাচ্ছে সরকার। এছাড়া যেসব পোশাক কারখানা ঋণগ্রস্থ, যেসব গার্মেন্টসের মালিক পাওয়া যাচ্ছে না, এগুলোর বিষয়ে আগামি সপ্তাহে নির্দেশনা দেওয়া হবে। প্রকল্প এলাকার পাশে শহরের বৃহৎ মাছের বাজারের ব্যবসায়ীদের জন্য ছাউনি করে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কাউকে উৎখাত করা হবে না।      এন. হুসেইন রনী  /জেসি