সরবরাহ বাড়লেও কমেনি দাম
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০১:৩০ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
শীতকালীন মৌসুমি বাহারি সব সবজিতে ভরে গেছে বাজারে প্রতিটি কাঁচা সবজির দোকান। অথচ ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভেতরে নেই দাম। বাড়তি দরে পণ্য কিনতে কিনতে ত্রাহি দশা সাধারণ মানুষের। একমাসের ব্যবধানে বেসামাল হয়ে উঠছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য ও জিনিসের মূল্য। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না।
বিগত কয়েক সপ্তাহ যাবৎ বাজারে দাম কমার বিন্দুমাত্র প্রভাব লক্ষ্য করা যায় নি। দেখা যায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা করে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, ভারতীয় পেঁয়াজ ১২০ টাকা কেজিতে, দেশি রসুন ২৭০ টাকা কেজি ও চায়না রসুন ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শীতকালীন সবজি ফুলকপি বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা দরে।
বাঁধাকপি ৬০ টাকা করে, শালগম বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকার মধ্যে, মূলা ৬০ টাকা কেজিতে, শীতকালীন সবজির মধ্যে শিমের কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকা, কাঁচামরিচ ১৫০ টাকা কেজিতে, বেগুনের কেজি ৭০-৮০ টাকা এবং আকারবেদে লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৭০-৮০ টাকা। টমেটোর কেজি ১৬০ টাকা, উচ্ছে ১০০ টাকা কেজি, মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতেও পেঁপের কেজি ৬০ টাকা।
ক্রেতাদের অভিযোগ, শীত মৌসুম হওয়া স্বত্তেও যেখানে দাম কমার কথা, সেখানে বাজার ব্যববসায়ীরা বেশি লাভের আশায় সবজির দাম না কমিয়ে ইচ্ছামত দাম বাড়িয়ে দিয়ে ব্যবসার নামে প্রতিযোগীতা চালিয়ে যাচ্ছে।
এদিকে অপরিবর্তিত মাংসের বাজারও। প্রতিকেজি সোনালি মুরগি ২৯০-৩০০ টাকা ও ব্রয়লার মুরগির কেজি ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকার মধ্যে, সাদা লেয়ার ২৫০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকা কেজিতে। অন্যদিকে জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা কেজিতে। এন. হুসেইন রনী /জেসি