পঞ্চবটী-মুক্তারপুর সেতুর চলমান কাজ পরিদর্শন সেতু উপদেষ্টার
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ১০:০৩ পিএম, ৮ ডিসেম্বর ২০২৪ রোববার
নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে মুক্তারপুর সেতুর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সেতুর নির্মাণস্থল পরিদর্শন করেন তিনি।
এ সময় কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং সেতু নির্মাণে গতি বাড়ানোর জন্য নির্দেশনা দেন। পরে তিনি প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং কাজের মান ও সময়মতো শেষ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে সেতু নির্মাণের সর্বশেষ পরিস্থিতি ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এন. হুসেইন রনী /জেসি