যানজট নিরসনে শহরে যৌথ অভিযান
যুগের চিন্তা রিপোর্ট :
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
শহরের যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের টিম। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) এই অভিযানটি শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে পরিচালিত হয়। অভিযান চলাকালে সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদ করা হয় এবং সড়কে অবৈধভাবে পার্কিং করা বিভিন্ন যানবাহন সরিয়ে দেওয়া হয়। এছাড়া বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন জানান, “আমরা অনেক অবৈধ স্ট্যান্ড এখান থেকে সরিয়েছি। চাঁদমারি পর্যন্ত কোনো বাস কাউন্টার নেই। এখান থেকে সিএনজি স্ট্যান্ড তুলে দিয়েছি, তবে তারা আবার এখানে ভিড় করছে।”
তিনি আরও বলেন, “কয়েক সপ্তাহ ধরে পুলিশ, সেনাবাহিনী এবং নারায়ণগঞ্জ প্রশাসনের সঙ্গে যৌথ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের মূল উদ্দেশ্য শহরের যানজট কমানো এবং সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া।”
এছাড়া, রাস্তায় দোকান বসানো বা গাড়ি পার্কিং না করার বিষয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি জরিমানা করা হচ্ছে বলেও জানান তিনি।