আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন
যুগের চিন্তা রিপোর্ট :
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:২১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার
ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে নারায়ণগঞ্জ কলেজ ছেলে ও মেয়ে ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ কলেজ ছেলে টিম গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজকে ৬-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে নারায়ণগঞ্জ কলেজের মেয়ে টিম সরকারি মহিলা কলেজকে ৬-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শুরু হওয়ার পূর্বে উভয় গ্রুপের সাথে আনুষ্ঠানিক ফটোসেশন করেন নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, প্রাক্তন সভাপতি ও প্রাক্তন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজাসহ শিক্ষকগণ।
ছেলে ফুটবল টিমের কোচ হিসেবে বিদ্যুৎ এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আরাফাত লিখন। মেয়ে ফুটবল টিমের কোচের দায়িত্ব পালন করেন ইতি। কলেজের পক্ষ থেকে সার্বিক সমন্বয় করেন শিক্ষক শরীফ মোহাম্মদ আরিফ মিহির।