সবজির সঙ্গে চাল, আলু-পেঁয়াজেও অস্বস্তি
যুগের চিন্তা রিপোর্ট :
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম
বাজার এখন শীতের সবজিতে প্রচুর ভরপুর, তবুও দামে নেই স্বস্তি। এই সময় সব পন্যের দাম কমার কথা থাকলেও বাজারে গিয়ে দেখা যাচ্ছে উল্টো চিত্র। দুই-একটি সবজি ছাড়া কোনো সবজিই ৮০ -১০০ টাকার নিচে মিলছে না বাজারে। বিশেষ করে পেয়াজ, আলু ও চালে এখনো দাম বাড়তি। এমন পরিস্থিতিতে নিত্যপন্যের এই বাড়তি দামে অসহায় সাধারণ ক্রেতারা।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে, গোল বেগুনের কেজি ১০০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৭০ টাকা করে, কচুর লতি ৮০ টাকা কেজি, বরবটির কেজি ১০০ টাকা, পটল প্রতি কেজি ৬০-৭০ টাকা, করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে, ধুন্দল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, মানভেদে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা করে এবং পেঁেপর কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে শীতের সবজি টমেটো কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে।
দেখা যায় বর্তমান বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা করে। দেশি পেয়াজের কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায় এবং ভারতীয় পেয়াজ ৯০-১০০ টাকা কেজিতে। অন্যদিকে নতুন আলুর কেজি ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আদা-রসুনের দামও কিছুটা বাড়তি। কেজিপ্রতি আদা ২০০-২২০ টাকা এবং রসুন বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকার মধ্যে। মুরগির বাজারে দাম এখন বর্তমানে আগের মতোই রয়েছে। এদিকে চালের বাজারেও নেই স্বস্তি। মিনিকেট চাল ৭৫ টাকা ও নাজির চাল ৮০-৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া চিনিগুড়া পোলাওর চাল ১৪০-১৪৫ টাকায় বিক্রি করা হচ্ছে।