চুনকা পাঠাগারের বর্ধিতাংশ অপসারণের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসীর স্মারকলিপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
নাসিক প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন আমরা নারায়ণগঞ্জবাসীর নেতৃবৃন্দ
বঙ্গবন্ধু সড়কে অবস্থিত আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন নির্মাণের সময় নিচতলার পূর্বাংশে পথচারী চলাচলের ফুটপাতের পুরো অংশটি বারান্দার সাথে বর্র্ধিত করে নির্মাণ করা হয়। সে কারনে কলরব স্কুল, মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীসহ পথচারীদের চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে তৎকালীন মেয়রের সহিত যোগাযোগ করা হলে তিনি তা অপসারণের প্রতিশ্রুতি দিলেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি। বর্তমানে নতুনভাবে সড়কে ড্রেনের সংস্কার কাজ শুরু হয়েছে। এই ড্রেন আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন এর সম্মুখে এসে বরাবর সোজা উত্তর দিকে না গিয়ে পূর্ব দিকে বাকা করে দখলীকৃত ফুটপাতকে পাশ কাটিয়ে মাটি খনন করা হচ্ছে। যা করলে শহরে আরো যানজটের সৃষ্টি হবে।
তাই অনতিবিলম্বে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন এর নীচ তলার বারান্দার ফুটপাতের উপর নির্মিত বর্ধিত অংশটি অপসারণ করে ড্রেনটি সোজা নির্মাণ এবং ফুটপাতটি পথচারী ও শিক্ষার্থীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবীতে গতকাল ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবরে একটি স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় প্রশাসক সরেজমিনে তদন্ত করার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.
নাসির উদ্দিন মন্টু, সহসভাপতি কুতুবউদ্দিন আহম্মদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ
হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল হক, যুগ্ম সম্পাদক পপি রানী সরকার, প্রচার ও
প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, সহ সম্পাদক আবুল সরদার,
সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সদস্য ফয়সাল প্রমুখ।