সড়কে শৃঙ্খলা, হকারদের দখলে ফুটপাত

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ শহরের অন্যতম এক ব্যস্ত নগরী হচ্ছে চাষাড়া। বর্তমানে এই শহরের অন্যতম প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে যানজট সমস্যা ও হকার সমস্যা।
নারায়ণগঞ্জ শহরের অন্যতম এক ব্যস্ত নগরী হচ্ছে চাষাড়া। বর্তমানে এই শহরের অন্যতম প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে যানজট সমস্যা ও হকার সমস্যা। বহু বছর ধরেই নগরীর সড়ককে যানজট মুক্ত ও ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা চলছে। কিন্তু আশানুরূপ কোনো ফলাফল দেখা যাচ্ছে না। নগরীর প্রায় অধিকাংশ সড়ক-ফুটপাতে জনসাধারণের চলাফেরা করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ভোগান্তির সমাধান কবে হবে সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না নগরবাসীর।
নগরীর ব্যস্ত সড়কগুলোতে সর্বদাই যানজট লেগে থাকে। তার সাথে হকাররা পুরো ফুটপাত দখল করে রাখে। ফলে পথচারীদের চলাচলের অসুবিধা হয়। বিশেষ করে বিকেল থেকে রাত দশটা-এগারোটা পর্যন্ত চলাচলই করা যায় না। এসময় পথচারীদের ১০মিনিটের পথ হেঁটে যেতে ৩০/৪০মিনিট পর্যন্ত লেগে যায়। হকাররা সড়কে পর্যন্ত নেমে আসে, ফলে যানজটের সৃষ্টি হয় এবং এই যানজট কখনো ঘন্টার পর ঘন্টাও স্থায়ী হয়। তীব্র যানজট ও ফুটপাত দখলের ফলে নগরীর পরিবেশ নষ্ট হয়ে গেছে।
সরজমিনে দেখা যায় পূর্বের তুলনায় হকারদের পরিমান আরো বৃদ্ধি পাচ্ছে। এরূপ চলতে থাকলে শহরটি একসময় বসবাস অনুপযোগী হয়ে পড়বে। এছাড়াও ফুটপাতে যেসব অস্বাস্থ্যকর খাবার বিক্রি করা হয়, তা জনসাধারণের স্বাস্থ্যে বিরুপ প্রভাব ফেলে। বেশিরভাগ স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসব অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করে। এছাড়াও ফুটপাতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রচুর পরিমানে ঘটতে দেখা যায়।
এবিষয়ে একজন এক পথচারীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “চলাচলে আমাদের অনেক সমস্যা হয়। ফুটপাত দখলকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তা নাহলে হকারদের উচ্ছেদ করা সম্ভব হবে না।”
অন্য আরেকজন জানান, “ফুটপাতের হকাররা আমাদের নারায়ণগঞ্জের সৌন্দর্য নষ্ট করছে। তাদের নির্দিষ্ট স্থান নির্ধারণ করা না হলে এ সমস্যা সমাধান হবে না।”
এক দোকানদার থেকে জানা যায় যে, হকারদের জন্যে বিকল্প ব্যবস্থা করা উচিত। তারা এখানে ব্যবসা করেই জিবিকা নির্বাহ করে।
সর্বোপরি ফুটপাতে হকারদের দখলদারি সমস্যাটি সমাধান করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তাদের পেছনে লুকিয়ে থাকা ‘রাঘব বোয়াল’ চিহ্নিত করতে হবে। এছাড়াও সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।