নারায়ণগঞ্জ শহরের ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জ ভগবানগঞ্জ দাসপাড়া এলাকার বাসিন্দা বিকাশ দাস। লিভারে পাথর ধরা পড়েছে দীর্ঘদিন হলো। তবে, খেটে খাওয়া দিন মজুর বিকাশ দাস লিভারে পাথর নিয়েই চিকিৎসার অর্থের জন্য ঘুরে বেড়াচ্ছে মানুষের দ্বারে দ্বারে। কোথাও মিলছে না সহায়তা।
তাই চিকিৎসার অর্থ যোগাতে ব্যর্থ হয়ে মৃত্যুর ক্ষণ গুনছে ৩০ বছর বয়সি এই যুবক। তার কাধে রয়েছে পরিবারের অন্যান্য সদস্যদের দায়িত্ব। তাই নিরুপায় হয়ে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সকলের কাছে সহায়তার আবেদন করেছেন বিকাশ দাস।
তার মোবাইল নম্বর- ০১৬৭৬-০৯৩৫৫৮। কেউ সহায়তা করতে আগ্রহী হলে ওই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।