Logo
Logo
×

বিজ্ঞান ও প্রযুক্তি

‘রিপ্লাই অল’ ফাংশনটির সমস্যা দূর করলো মাইক্রোসফট

Icon

প্রকাশ: ১২ মে ২০২০, ০৩:০৬ এএম

‘রিপ্লাই অল’ ফাংশনটির সমস্যা দূর করলো মাইক্রোসফট

বিজ্ঞান ও প্রযুক্তি: মাইক্রোসফটের অফিস ৩৬৫ এ নতুন একটি আপডেট এসেছে। আগে মেইলের ‘রিপ্লাই অল’ফাংশনটির গ্রাহকদের ভূগিয়েছে। এখন থেকে সমস্যাটি আর রইল না। ১৯৯৭ সাল থেকে মাইক্রোসফট ব্যবহারকারীরা সমস্যাটির কথা জানিয়ে আসছিল। এতবছর পর সমাধান এলো। সম্প্রতি এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে মাইক্রোসফট। 


এজন্য মাইক্রোসফট মেইল রিপ্লাই অল স্টম প্রটেকশন যুক্ত করেছে। এই ফিচারের ফলে রিপ্লাই অল অপশনটি ব্লক থাকবে। আগে এই ফাংশনটির ফলে মেইলের সকল সেন্ডার ও রিসিভারের কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা বা রিপ্লাই মেইল চলে যেতে। এতে করে অনেকেই বিরক্ত হয়েছে স্পাম কিংবা সেন্ডারকে ব্লক করে রাখত।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন