Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৪’ এর ফল প্রকাশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পিএম

‘দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৪’ এর ফল প্রকাশ


‘দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৪’ এর ফল প্রকাশিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১০ জানুয়ারি শুক্রবার বিকেল তিন টায় ঢাকার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

 


চিত্রাঙ্কন ও রচনার প্রতিটি বিষয়ে তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটির প্রথম স্থান অধিকারিদেরকে ‘ত্বকী পদক’ প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদেরকে বিশেষ ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে। চিত্রাঙ্কনে সকল বিভাগে সেরা দশ জনকে এবং রচনায় “ক” ও “খ” বিভাগে সেরা পাঁচ জন ও “গ” বিভাগে সেরা দশ জন প্রতিযোগীকে ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে। উভয় বিষয়ের প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হবে একটি সুশোভিত স্মারক “ত্বকী”।

 


প্রতিযোগিতায় “ক” বিভাগে ‘ছড়া ও কবিতা’ রচনায় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে সুরাইয়া জাহান রুশান (নারায়ণগঞ্জ), দ্বিতীয় তাহিয়া তাবাস্সুম তোয়া (ঢাকা), তৃতীয় মো: নূরনবী ইসলাম (নারায়ণগঞ্জ)। সেরাপাঁচ হয়েছে ওয়াসফিয়া হোসেন (ঢাকা) ও তাসনিহা আফিফা দেয়া (ঢাকা)। “খ” বিভাগে ‘গল্প লেখা’ প্রতিযোগিতায় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে নুরাইজ সাবা হাসান (হিয়া) (নারায়ণগঞ্জ), দ্বিতীয় আবিদা হোসেন সাদিয়া (নারায়ণগঞ্জ), তৃতীয় সুরাইয়া সালাহউদ্দিন (রংপুর)। সেরাপাঁচ হয়েছে আনিশা সান্তনি (ঢাকা) ও নাফিম হায়া (বগুড়া)।

 


“গ” বিভাগে ‘ত্বকীকে নিয়ে রচনা লেখা’য় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছ দেবাশ্রিতা পাল (নারায়ণগঞ্জ), দ্বিতীয় অশেষ লস্কর (যশোর), তৃতীয় আমানুর রহমান (নারায়ণগঞ্জ)। সেরাদশ হয়েছে প্রিয়ন্তী আমিন পিউ (নারায়ণগঞ্জ), ওশিন জাহান (পিরোজপুর), হাসিব রহমান (রাজশাহী), ফারিয়া আফরিন কেয়া (ঢাকা), মোছা: লাওহে মাহফুজ (রংপুর), ফারিনা সাঈদ এশা (নারায়ণগঞ্জ), আয়সি সরকার নদী (নারায়ণগঞ্জ)।

 


চিত্রাঙ্কন “ক” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে সামিহা মুনতাহা জাহিন (বগুড়া), দ্বিতীয় আসমারা ফারজিন (ঢাকা), তৃতীয় আতহার ইসলাম আযান (নারায়ণগঞ্জ)। সেরাদশ হয়েছে মোঃ জারিফ হায়াত (বগুড়া), প্রিয়ন্তী নন্দী (বগুড়া), নাবিলা ফারহানা লুনা (বগুড়া), আঈশা আলম (ঢাকা), শিহাব আবরার (ঢাকা), অর্ঘ্য চক্রবর্তী (ঢাকা) ও ইস্পিতা দত্ত তাথৈ (ঢাকা)।

 

 

“খ” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে নুজহাত সালসাবিন মুন (ঢাকা), দ্বিতীয় প্রত্যাশা সাহা দিঘা (বগুড়া), তৃতীয় আরিশা হোসেন (ঢাকা)। সেরাদশ হয়েছে রাফিজা আক্তার ইশা (নারায়ণগঞ্জ), সানজিদা রহমান সামিহা (বগুড়া), অভিক সাহা (ঢাকা), সেহরিশ জাহান (ঢাকা), ফাতেমাতুজ জাহারা (ঢাকা), দেবযানী তালুকদার (ঢাকা) ও ফাতেমাতুজ জোহরা (ঢাকা)।

 


“গ” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে ফাইয়াজ রহমান রূপান্তর (বগুড়া), দ্বিতীয় হয়েছে উৎস সাহা (নারায়ণগঞ্জ), তৃতীয় মোছাদ্দিকা নওরিন (বগুড়া), সেরাদশ হয়েছে স্বস্তি চৌধুরী (নারায়ণগঞ্জ), রাইয়্যা খায়ের হাফসা (বগুড়া), মুসরাত মাহজাবীন মাহা (বগুড়া), অনির্বাণ রায় (নারায়ণগঞ্জ), মো: নাফিস শাহরিয়ার নিশাত (বগুড়া), প্রত্যয় পাল রাজ (নারায়ণগঞ্জ) ও হাবিবা আক্তার (ঢাকা)।

 


প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে বিচারক ছিলেন রচনায় আনু মুহাম্মদ, রফিউর রাব্বি ও হালিম আজাদ; চিত্রাঙ্কনে রফিকুন নবী, জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।    এন. হুসেইন রনী  /জেসি  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন