Logo
Logo
×

বিশেষ সংবাদ

ডিসেম্বরে সরিষা ফুলের হাসি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:২২ পিএম

ডিসেম্বরে সরিষা ফুলের হাসি


নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাবদি। যেখানে বছরের প্রায় দুটি সিজনে মাঠ ভরে থাকে ফুল দিয়ে। সাবদিতে শীত কাল শুরু হলে নভেম্বর থেকে জানুয়ারির শেষ সময় পর্যন্ত হলুদ চাঁদরের সরিষা ক্ষেতে আবৃত হয় বন্দরের এই সাবদি গ্রাম। এখানকার জমিগুলো ভরে উঠে হলুদের উৎসবে। যদিও ফুলের গাছগুলোর আকার তুলনামূলক ভাবে বর্তমানে ছোট তবুও সূর্যের কিরনে হলুদের হাঁসি যেন অন্য সকল সুন্দরকে হার মানিয়ে মাঠজুড়ে আলোর হাঁসি হয়ে উঠেছে।

 


সরজমিনে দেখা যায়, সাবদি বাজার থেকে কিছুটা হাটলেই বিশাল বড় ক্ষেত জুড়ে সোনালি আলোয় ঝলমল করছে সরিষা ফুল। মৌমাছি গুন গুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতি এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ এ অপরূপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর এক মুহূর্ত। সরিষা গাছ তুলনামূলক ছোট হলেও পর্যটকদের ভীড় চোখে পড়ার মতো।

 


এলাকার কৃষক মজুমদার জানায় তিনি দুই শতাংশ জমিতে সরিষা চাষ করেছে। গাছ গুলো এখন ছোট কিছুদিন পর বড় হলে ভাল ফল হবে। গত  বছরের মতো যদি এবছর তেমনটা না হয় ন্যায মূল্য যদি পাই তাহলে ভালোই মুনাফা হবে। তিনি বলেন গত বছর আমরা চাষ করেছি কিন্তু লাভ তেমন হয়নি। আশা করছি এবার আর তেমন হবে না। আমার আসে পাশে অনেকেই সরিষা চাষ করেছে। একেক জনের জমি বাশ দিয়ে আলাদা করা।

 


এলাকার অপর কৃষক সাত্তার মিয়া জানান, আমি এবছর ৩ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছি। গতবছর থেকে এবার সরিষা বুনছি একটু বেশি। সরিষা আবাদে খরচ কম কিন্তু দাম যদি একটু বেশি হয় তাহলে আমাদের ভাল হবে। সরিষা ভাল ফলন হলে প্রতি ৪ হাজার থেকে ৫হাজার টাকা পর্যন্ত বিক্রি করার আশা করছি। এন. হুসেইন রনী  /জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন