নীট কনর্সাট মাস্টার ক্রিকেট সিজন-৬ টুর্নামেন্টের উদ্বোধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ পিএম
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নীট কনর্সাট মাস্টার ক্রিকেট সিজন-৬ টুর্নামেন্টের উদ্বোধন। গতকাল শনিবার ( ৭ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মাস্টার ক্রিকেট সিজন এর সভাপতি শারিয়ার হোসেন বিন্দুৎ এর সভাপতিত্বে ও সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সাকিব-আল-রাব্বি, নীট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা, প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.জাকির আহমেদ রুবেল, নীট রেডিক্স ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহম্মেদ।
খেলায় আয়োজন হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার জুয়েল হোসেন মনা ও সার্বিক পরিচালনায় ছিলেন নারায়ণ চন্দ্র সাহা। এসময় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সাকিব-আল-রাব্বি বলেন, মাস্টার ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৬ এর আজ উদ্বোধন হলো। এই মাস্টার টুর্নামেন্ট এর লীগটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে নারায়ণগঞ্জের সাবেক খেলোয়াররা অংশ গ্রহন করেন।
যারা প্রাক্তন আছে তারা খেললে নতুনরা উৎসাহিত হবে, অভিষ্যতে নতুনরাও খেলাধুলায় মনোযোগি হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন এবং পুরাতনদের মাঝে একটা সেতু বন্ধন তৈরি হবে। ক্রীয়া অঙ্গনে এক সময় নারায়ণগঞ্জের যে গৌরব অর্জন হয়েছিলো সকল খেলার জন্য আশা করি এই টুর্নামেন্ট ও নারায়ণগঞ্জের জেলা ক্রীয়া সংস্থার মাধ্যমে আবারও নারায়ণগঞ্জে গৌরব ফিরে পাবে এবং নতুন নতুন খেলোয়ার জাতীয় পর্যায়ে দিতে পারবে। এবারে খেলায় মোট পাঁচটি দল অংশ গ্রহন করেছে। এন. হুসেইন রনী /জেসি