না.গঞ্জ ক্লাব নির্বাচনে লড়াইয়ে সোলায়মান-জুয়েল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:২২ এএম
দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সাথে সভাপতি পদসহ সবকটি পদে একাধিক প্রার্থী লড়াইয়ে নেমেছেন। কিন্তু দীর্ঘ দিন এলিট শ্রেণির এই ক্লাবটি ওসমান সাম্রাজ্যের অন্যতম মাফিয়া শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটুর নিয়ন্ত্রণে থাকায় এই ক্লাবে সরাসরি ভোটের মাধ্যে সবকটি পদে নির্বাচন হয় নাই। ক্লাবের সদস্যদের অভিযোগ বিগত সময়ে ওসমানদের হাতে নারায়ণগঞ্জ ক্লাবটি জিম্মি থাকায় এখানে কোন নেতৃত্ব কিংবা ভোটারা তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন নাই। দীর্ঘ ১৫ বছর পরে ভোট দিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার সুযোগ পেয়েছে ক্লাবের ভোটাররা।
এদিকে নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ২১ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে সভাপতি প্রার্থী হিসেবে এম সোলায়মান ভোটের লড়াইয়ে রয়েছেন। যদিও তিনি বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তাছাড়া এর আগেও তিনি সভাপতি হিসেবে ছিলেন। অপরদিকে তার বিপক্ষে সভাপতি পদে ১ নং ব্যালট নাম্বার নিয়ে লড়াইয়ে নেমেছেন জুলফিকার রি-রোলিং মিলস লিমিটেড এর চেয়ারম্যান মো. মাহববুর রশিদ জুয়েল। তিনি বর্তমানে বাংলাদেশ স্টীল রি রোলিং মিলস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সহ সভাপতি পদে প্রার্থী হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার মারুফ বাবু ও ইকবাল হাবিব। সহ সভাপতি পদে রয়েছেন আমিরুজ্জামান, সাইদুল্ল হৃদয়, খাজা এবাদুল হক প্রার্থী রয়েছেন। এছাড়া সদস্য পদে ৯জন প্রার্থী রয়েছে।
তাছাড়া ইতোমধ্যে নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনের প্রার্থীরা প্রচারণায় নেমে ভোটারদের কাছে ভোট চেয়ে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন। অন্যানং তাই ২১ ডিসেম্বর নারায়ণগঞ্জ ক্লাব নতুন নেতৃত্ব পেতে যাচ্ছেন। তবে দীর্ঘ দিন এলিট শ্রেনীর এই ক্লাবের সদস্যরা জিম্মি ছিলেন। কিন্তু এবার নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরী হতে যাচ্ছে। আর এতে করে ওসমান হাতে জিম্মি হতে এলিট শ্রেনীর এই ক্লাবটি মুক্তি পেতে যাচ্ছে।
অপরদিকে জানা যায়, এছাড়া নারায়ণগঞ্জ ক্লাব আহম্মেদ টিটুর নিয়মিত কাবিখা প্রকল্ডের মত প্রকল্প। যেখান থেকে প্রতি নিয়ত বিভিন্ন নামে বেনামে টাকা সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাছাড়া বিগত সময়ে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতির পদ দখল রেখে প্রতারনা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তানভীর আহম্মেদ টিটু। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাতে ১৯ জুলাই নারায়ণগঞ্জ ক্লাব থেকে বের হয়ে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেন। যার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। নারায়ণগঞ্জ ক্লাবের একাধিক সদস্য নাম প্রকাশ না শর্তে জানান, গত ১৫ বছরে জনপ্রতি ১৮ লক্ষ করে টাকা নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে ৪শ সদস্য করেছে তানভীর আহম্মেদ টিটু। যা প্রায় ৭০ কোটি টাকা হিসেবে দাড়ায়। স্বাভাবিক নারায়ণগঞ্জ ক্লাবটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করে। কিন্তু শামীম ওসমানের শ্যলক এখানকারচেয়ারে বসে তাদের কার্যালয়ের মত করে ব্যবহার করায় ৫ আগষ্ট বৈষম্য বিরোধী জয়ের দিন এই ক্লাবেও হামলা, লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া নারায়ণগঞ্জ ক্লাবের ডিজিটাল ভবন নির্মান করার জন্য ঠিকাদারের সাথে ৪৫ কোটি টাকা কন্ট্রাক্ট করে তাকে ৭১ কোটি টাকা দেয়ার নাম করে এখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ভদ্রলেবাসধারী টিটু। তাই এবার নারায়ণ ক্লাবকে নতুন নেতৃত্ব তৈরীর মাধ্যমে সাজাতে চান ভোটাররা। যাতে করে এই ঐতিহ্য বাহিী ক্লাবটির সুনাম আবার ফিরিয়ে আনা যায়। উল্লেখ্য, নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন আনিসুল ইসলাম সানি, সদস্য হলেন, সাউফুল আলম, কুতুব উদ্দিন আহমেদ, এড.রকিবুল হাসান শিমুল, মোহাম্মদ হোসেন মিঠু।