ছাত্র জনতার আকাঙ্খা পূরণ করতে পারলেই আমরা সার্থক হবো: ডিসি
যুগের চিন্তা রিপোর্ট :
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক বলেছেন, ‘আমাদের মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা যে লক্ষ্যে জীবন দিয়েছিলেন সেটা হল একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র। যেখানে সন্ত্রাস, হানাহানি থাকবে না। ন্যায় বিচার থাকবে। একটি দেশ শুধু স্বাধীন না, এখানে ন্যায় বিচার থাকবে। সবাই নিশ্চিন্তে থাকবে এমন একটি সমাজ তাঁরা চেয়েছে। ২৪-এ ছাত্র জনতাও এই লক্ষ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। তাদের আকাঙ্খা পূরণ করতে পারলেই আমরা সার্থক হবো।’শনিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝলো বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে তখন এ জাতি যেন দাঁড়াতে না পারে, সেজন্য আমাদের অধ্যাপক, কবি, সাহিত্যিকদের ওরা তুলে নিয়ে হত্যা করেছে। গত ৫৩ বছরে প্রতি মুহুর্তে আমরা তাদের অভাব অনুভব করেছি। বাংলাদেশ যেন দাঁড়াতে না পারে এই লক্ষ্যেই ওরা এ কাজগুলো করেছিল। আমরা জাতি হিসেবে সেভাবে দাঁড়াতে পারিনি। এই বুদ্ধিজীবীরা যদি থাকতো আমরা অনেক এগিয়ে যেতে পারতাম।