বাসের ধাক্কায় ৬ জন নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে চালক গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্টার
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
বিধস্ত গাড়ি। ইনসেটে চালক নূরুদ্দিন
ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হওয়ার ঘটনায় বাসচালক মোহাম্মদ নুরুদ্দিন (২৯)কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৮ ডিসেম্বর (শনিবার) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আল আমিন।
তিনি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বেলা ১১টার দিকে দাঁড়িয়ে থাকা এক প্রাইভেটকার ও মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় বাসের চালককে একই দিন রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
র্যাব জানায়, র্যাব সদর
দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব-১০ ও র্যাব-১১ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের
মিজমিজ এলাকা থেকে নূরুদ্দিনকে আটক করে। তাঁর বাড়ি ভোলার দৌলতখানের
মধ্য জয়নগরে। জিজ্ঞাসাবাদে নূরুদ্দিন র্যাবকে বলেন, দুর্ঘটনার পর কৌশলে তিনি
ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি অটোরিকশায় করে আবদুল্লাহপুরে যান। সেখান
থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি নারায়ণগঞ্জে ফুফাতো বোনের বাসায় যান।
সেখান থেকে র্যাব তাঁকে আটক করে। নূরুদ্দিন আরও জানায, ১০ বছর ধরে তিনি বাস, ট্রাক,
পিকআপসহ নানা ধরনের গাড়ি চালিয়ে আসছেন। তবে তাঁর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ
দুই বছর আগে শেষ হয়ে গেছে। তিনি যে বাসটি চালাচ্ছিলেন, সেটির ফিটনেস সনদ
ছিল না।
উল্লেখ্য শুক্রবার বেলা ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়। নিহতদের মধ্যে চারজন প্রাইভেট কারের যাত্রী, বাকি দুজন মোটরসাইকেল আরোহী। প্রাইভেট কারে থাকা নিহত যাত্রীরা হলেন আয়াজ, আমেনা, ইমি ও নিহা। অন্যদিকে নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন রেশমা আক্তার (২৪) ও তার সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহ।