Logo
Logo
×

বিশেষ সংবাদ

লিবিয়ায় ভূমধ্যসাগর উপকূলে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

লিবিয়ায় ভূমধ্যসাগর উপকূলে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

লিবিয়ায় ভূমধ্যসাগর উপকূলে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২০ বাংলাদেশির প্রাণহানি হয়েছে। লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।


গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস জানায়, ২০টি মৃতদেহ ইতোমধ্যে আজদাদিয়াতে দাফন করা হয়েছে, যা ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। মৃতদেহগুলো প্রায় পচে-গলে যাচ্ছিল বলেই দাফন করা হয়েছে জানায় দূতাবাস। এ ছাড়া এখনো কোনো উৎস থেকে মৃতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।


তবে, স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করেছে যে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। মৃতদের কারো কাছেই নাম-ঠিকানার কোনো নথিপত্র পাওয়া যায়নি। এ ঘটনাস্থল পূর্ব সরকারের অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত, যার রাজধানী বেনগাজিতে অবস্থিত। দূতাবাস এখনো ঘটনাস্থল পরিদর্শনের জন্য অনুমতি পায়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন