Logo
Logo
×

বিশেষ সংবাদ

১৯ জুলাই গুলি চালানোর ঘটনায় এস. এম. রানাকে গ্রেফতার দেখানো হয়েছে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

১৯ জুলাই গুলি চালানোর ঘটনায় এস. এম. রানাকে গ্রেফতার দেখানো হয়েছে

বিদেশে পালিয়ে পাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর গুলি চালানো হত্যা মামলার আসামী ও নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সহ-সভাপতি, চিহ্নিত ভূমিদস্যু মাদারপ্রিন্টের মালিক এস.এম রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বিদেশে পালিয়ে পাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর গুলি চালানো হত্যা মামলার আসামী ও নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সহ-সভাপতি, চিহ্নিত ভূমিদস্যু মাদারপ্রিন্টের মালিক এস.এম রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিবিআই জানায়, মামলার তদন্তকালে সূত্রে বর্ণিত মামলার সন্দিগ্ধ আসামী নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সহ-সভাপতি এস.এম. রানা (৪৫), পিতা- মো: কমল সরদার, মাতা- আনোয়ারা বেগম, সাং- ৫৩/৩ এস.জি. রোড তামাকপট্টি, থানা-সদর, জেলা- নারায়ণগঞ্জ, এনআইডি নং- ১৯৭৬৭২৫৮০৯০০০০০৯ (১৭-১১-১৯৭৯)-কে অত্র মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে গত ১৯ ফেব্রুয়ারি পৌনে ৪টার দিকে হযরত শাহ জালাল এয়ারপোর্ট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালীন শামীম ওসমান-তানভীর আহমেদ টিটুর সহযোগী হিসেবে গুলি চালানোর অভিযোগ আছে। এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে ( সদর থানার মামলা নং-১২, তাং- ২৭/০৮/২০২৪ খ্রিঃ, জি.আর. নং- ২৩১, ধারাঃ-১৪৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬)।


পিবিআই জানায় , তদন্তকালে জানা যায় যে, অত্র মামলার ঘটনার দিন গত ২০২৪ সালের ১৯ জুলাই অনুমান ৬টার দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন দেওভোগ এলাকায় সারা দেশব্যাপী ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন অবস্থায় নারায়ণগঞ্জ ছাত্র জনতা রাজপথে নেমে এসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল। এ সময় আওয়ামীলীগের সাবেক এম.পি. অত্র মামলার এজাহানামীয় ১নং আসামী শামীম ওসমান ও তার শ্যালক নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি ১২নং আসামী তানভির রহমান টিটু-দের নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী সহ বর্ণিত আসামী এস.এম. রানা ঘটনাস্থলে উপস্থিত থেকে জনমনে আতংক সৃষ্টি করার জন্য নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে রাস্তায় চলাচলরত আপাময় জনসাধারণ, বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের উপর ককটেল বিস্ফোরণ ঘটায়, পিস্তল, রাইফেল ও বিভিন্ন অস্ত্র-শস্ত্র সমেত বহর নিয়ে গুলি বর্ষণ করতে থাকে, ভিডিও ফুটেজ পর্যালোচনায় এস.এম. রানার সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি দৃশ্যমান রয়েছে। ওই দিন সন্ধ্যা অনুমান ৬টার দিকে ঘটিকার সময় বাদীর ছেলে বাসায় যাওয়ার সময় উক্ত আসামীদের অস্ত্রের গুলি তার ছেলের বুকে লেগে গুরুত্বর আহত হলে আশপাশের লোকজন তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে বাদীর ছেলে চিকিৎসাধীন অবস্থায় গত ২২/০৭/২০২৪খ্রিঃ মৃত্যুবরণ করে।


পিবিআই পুলিশ সুপার জানান,  স্থানীয়ভাবে জানা যায় উক্ত আসামী রানা সন্ত্রাসী প্রকৃতির লোক। সে এলাকায় অবৈধ ভাবে প্রভাব বিস্তার করে এজাহারনামীয় আসামী শামীম ওসমান ও তার শ্যালক তানভির রহমান টিটু-এর ছাত্রছায়ায় থেকে জমি দখল, চাঁদাবাজি, লুটতরাজ, গুম ইত্যাদি বিভিন্ন অপকর্ম করা সহ অত্র মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সে ছাত্র জনতার উপর নির্যাতন নিপীড়ন সহ বোমা বিস্ফোরণ ও গুলি করেছে মর্মে যথেষ্ট সাক্ষ্য, প্রমান পাওয়া যায়। উক্ত আসামী ৫ আগস্ট/২৪ এরপর থেকে নারায়গঞ্জ শহর ছেড়ে বিভিন্ন স্থানে দীর্ঘ সময় পর্যন্ত আত্মগোপনে ছিল। তথ্য উপাত্ত মোতাবেক বিভিন্ন স্থানে পুলিশি গ্রেফতার অভিযান পরিচালনা করে সর্বশেষে তাকে এয়ারপোর্ট এলাকা থেকে ১৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়।



Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন