Logo
Logo
×

বিশেষ সংবাদ

পুলিশের কঠোর ভূমিকায় স্বস্তি ফিরছে না.গঞ্জে

Icon

সাইমুন ইসলাম

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:০০ এএম

পুলিশের কঠোর ভূমিকায় স্বস্তি ফিরছে না.গঞ্জে

নারায়ণগঞ্জ জেলার পুলিশ কর্মকর্তগণ

Swapno

# চলতি মাসের ২৩ দিনে ৮৭৮ জন গ্রেফতার
# না.গঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে : পুলিশ সুপার
# অপরাধ নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে রয়েছি : ওসি ফতুল্লা

নারায়ণগঞ্জে পুলিশের টানা অভিযানের ফলে কমছে অপরাধের মাত্রা, ফিরছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  উপর আস্থা। প্রতিদিনই গ্রেফতার হচ্ছে চিহ্নিত অপরাধীরা। যার ফলে স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষ। পুলিশের বিশেষ অভিযানের কারণে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। প্রতিদিন থানার তালিকাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের এ ধরনের সক্রিয় ভূমিকার কারণে জনগণের মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তিও ইতিবাচকভাবে পরিবর্তন হচ্ছে।




বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি মাসের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।যা অপরাধ দমনের উদ্দেশ্যে অদ্যবধি পরিচালিত হচ্ছে। গত ২৩ দিন ধরে চলমান এ অপারেশন ডেভিল হান্ট কার্যক্রমের আওতায় গোটা জেলায় গ্রেফতার হয়েছে ১৭৮ জন।এছাড়াও একই সময়ে নিয়মিত অভিযানের আওতাধীন আরো গ্রেফতার হয়েছে ৭০০ জন। অর্থাৎ এই ২৩ দিনে সর্বমোট গ্রেফতার হয়েছে ৮৭৮ জন।




এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে আছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান চলমান থাকবে।” তবে চুরি, ছিনতাই, এলাকাভিত্তিক প্রভাব বিস্তার কে কেন্দ্র করে মারামারি এ জাতীয় ঘটনা বেড়েই চলছে। এ বিষয়ে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার যুগের চিন্তাকে জানান, ‘অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সব ধরনের অপরাধী নিয়ন্ত্রণে আরও তৎপর হচ্ছি।’




বিভিন্ন থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে কথা বললে তারা জানান, অপরাধ সব সময় ঘটবেই। তবে, অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আনতে পারলে অপরাধের প্রবণতা অনেকটা কমে যাবে।অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ফতুল্লায় অপরাধপ্রবণতা অনেক বেশি। এই থানাটির পরিসর বৃহৎ। তবে আমরা নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। প্রতিদিনই ফতুল্লায় বড় ধরনের অপরাধীরা গ্রেফতার হচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। এক ব্যবসায়ী বলেন, “আগের চেয়ে এখন পরিস্থিতি অনেক ভালো, পুলিশের টহল ও তৎপরতার কারণে অপরাধীরা আতঙ্কে আছে।”

পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ আরও নিরাপদ শহরে পরিণত হবে বলে আশাবাদী নগরবাসী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন