নিজেকে সাধু পুরুষ বানাতে গণস্বাক্ষর সংগ্রহ করেছেন জীবন

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:০০ এএম

নিজেকে সাধু পুরুষ বানাতে গণস্বাক্ষর সংগ্রহ করেছেন জীবন
নিজেকে ভালো মানুষ সাজাতে গাবতলী-ইসদাইর এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করেছেন গডফাদার শামীম ওসমানের অন্যতম শিষ্য রফিকুল ইসলাম জীবন। এলাকাবাসী জানিয়েছেন, নারায়ণগঞ্জের বহুল প্রচারিত যুগের চিন্তা পত্রিকায় রফিকুল ইসলাম জীবনের অপকর্ম নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশিত হয়। এরফলে গাবতলী ইসদাইর এলাকায় জীবনের যে আধিপত্য দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত হয়েছিল তাতে ভাঙন তৈরি হয়।
এলাকার মানুষ গত ১০ বছর ধরে জীবন ও তার বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হলেও ভয়ে মুখ খোলার সাহস পেতেননা। যুগের চিন্তায় প্রকাশিত সংবাদ দেখে তারা রফিকুল ইসলাম জীবনের অন্যায় অত্যাচার অপকর্মের সুনির্দিষ্ট তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরতে শুরু করেছেন। জীবনের অবস্থান যখন নড়বড়ে তখন তিনি নিজেকে সমাজের কাছে ভালো প্রমাণ করার জন্য এলাকায় গণস্বাক্ষর নেয়া শুরু করেন।
গাবতলী সোসাইটির একজন কর্মকর্তা জানিয়েছেন, গত তিনদিন ধরে রফিকুল ইসলাম জীবন সাদা কাগজে বিভিন্ন মানুষের কাছে গিয়ে তাদের স্বাক্ষর করার জন্য ইনিয়ে বিনিয়ে অনুরোধ জানান। অনেকেই এর কারণ জিজ্ঞাসা করলে জীবন তাদেরকে জানান, এলাকার উন্নয়ন নিয়ে দাবি জানাতে তিনি এলাকাবাসীর স্বাক্ষর সংগ্রহ করছেন। অনেকেই সাদা কাগজে স্বাক্ষর দিলেও বেশিরভাগ মানুষই তা এড়িয়ে যান।
পরে জানা যায়, জীবন গাবতলী-ইসদাইর এলকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত এই কথাটি সমাজের বিভিন্ন স্তরে তুলে ধরার জন্য সবার অগোচরে গণস্বাক্ষর সংগ্রহ করেছেন। এলাকাবাসী জানিয়েছেন, গাবতলী ইসদাইর এলাকায় জীবনের আধিপত্যবাদের পতন শুরু হয়েছে। তার সাথে থাকা লেজুরবৃত্তিকারী কিছু মালিক সরে গেলে অস্তিত্ব সংকটে পড়বে রফিকুল ইসলাম জীবন। এখন তাই দেখার অপেক্ষায় রয়েছেন গাবতলী ইসদাইর এলাকার বাসিন্দারা।