
ধর্ষণ-বলৎকারের ঘটনা শক্ত হাতে দমন করার দাবি
ধর্ষণ একটি ভয়াবহ এবং জঘন্য অপরাধ। যা বর্তমানে একটি মহাব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি, হত্যা ও ছিনতাইয়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ধর্ষণ ও বলাৎকারের মতো নেক্কারজনক ও ঘৃন্য অপরাধগুলো। সংবাদপত্রসহ বিভিন্ন প্রচার মাধ্যমে এই জঘন্য অপরাধগুলোই এখন প্রায় নিত্যদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। আমাদের নারায়ণগঞ্জের সংবাদ মাধ্যমগুলোতেও এখন প্রায় প্রতিদিনের সংবাদ হয়ে দাঁড়িয়েছ ধর্ষণ কিংবা বলাৎকারের ঘটনা। এতে করে খুবই আতঙ্কের মধ্যে আছেন অভিভাবক মহল। এখন শুধু মেয়ে বা নারীরাই নয়, বলাৎকারের শিকার হচ্ছে শিশু পুত্র সন্তানেরাও।
অনেকেই ধর্ষণ বা বলাৎকারের মতো অপরাধ বাড়ার জন্য দায়ী করেছেন বিচার ব্যবস্থাকে। বর্তমানে ধর্ষণের মতো অপরাধ এতটাই বৃদ্ধি পেয়েছে যে শুধু নারী ও শিশুই নয় এমনকি সাবালক পুরুষও এখন বলাৎকারের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। গত ১৩ মার্চ (বৃহস্পতিবার) একদিনেই জেলার চারটি উপজেলায় ধর্ষণের খবর পাওয়া যায়। যার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন মাসের শিশুকে জিম্মি করে তার মাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ, সোনারগাঁয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক জনকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ, আড়াইহাজারে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা এবং রূপগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় রাত দেড়টায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করার সংবাদ। যা খুবই উদ্বেগের বিষয় বলে মনে করছেন সচেতনমহল।
বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত দশদিনে নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় যেসব ধর্ষণ, বলাৎকার হওয়ার ঘটনাসহ এই ধরণের অপরাধের চেষ্টার বেশ কয়েকটি ঘটনা ঘটে। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা হলো
গত ১৪ মার্চ (শুক্রবার) সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় আট বছর বয়সের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন (৫০) নামে এক মুদির দোকানীকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। শিশুর স্বজনরা জানায়, মায়ের কাছ থেকে টাকা নিয়ে শিশুটি বিস্কুট কিনতে সেলিমের দোকানে যায়। এসময় সেলিম শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। তখন আশেপাশের লোকজন শিশুর চিৎকার শুনে এসে অভিযুক্ত সেলিমকে আটক করে। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সেলিমকে মারধর করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সেলিমকে আটক করে।
গত ১৩ মার্চ (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন বিকেল ৩টার দিকে বাড়ির উঠানে শিশুটি খেলাধুলা করছিল। তাকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে একটি রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা টের পেয়ে যাওয়ায় বাচ্চাটি রক্ষা পায়। রাতে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে।
একই দিন (১৩ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে তিন মাসের এক শিশুকে জিম্মি করে তার মাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর আগেরদিন বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত প্রথমে সেই নারীকে ইফতারি দিয়ে যায়। ইফতারির পরে সেই ব্যাক্তি দরজায় নক করলে সেই গৃহবধূ দরজা খুললে অভিযুক্ত জোর করে রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ চিৎকার করলে অভিযুক্ত তার তিন মাসের শিশুকে ছিনিয়ে নিয়ে যায় এবং অনৈতিক কাজের বিনিময়ে ফেরত দেওয়া হবে বলে জানায়। গৃহবধু আতঙ্কিত হয়ে তার স্বামীকে ফোন করলে তার স্বামী সহকর্মীসহ বাসায় ফিরে শিশুটিকে উদ্ধার করেন। এই বিষয়ে গৃহবধুর স্বামী সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেন।
একই তারিখে (১৩ মার্চ) আড়াইহাজারে স্বামীকে মামলা থেকে মুক্তি দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ করা হয় বলে থানায় একটি মামলা দায়ের করে এক গৃহবধু। এই ঘটনায় অভিযুক্ত স্বামীর চাচাতো ভাই জালালকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও তার সাথে শারিরীক সম্পর্ক করে তার ভিডিও তৈরির মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
একই দিনে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় শিশুটিকে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। শিশুটির দিনমজুর বাবার অভিযোগ দুপুরের দিকে শিশুটি খেলতে খেলতে তাদের বাসার পাশের মুদির দোকানের কাছে গেলে দোকানদার ইব্রাহিম (৫৫) তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানালে তার স্বজনেরা তাকে রূপগঞ্জ থানায় নিয়ে যায়। পরে শিশুটির শারীরিক পরীক্ষার জন্য পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তবে এই সময়ে নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত ঘটনা হলো বন্দর উপজেলায় ২০ বছর বয়সী খুবই সহজ সরল প্রকৃতির এক যুবককে ধর্ষণের (বলাৎকারের) ঘটনা। যে ঘটনায় বন্দর থানায় গত ১১ মার্চ মামলা দায়ের করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার দিন সেই যুবক বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী ওই ব্যক্তি জরুরি কথা আছে বলে তাকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক যৌন সম্পর্ক করে। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তাই প্রথমে ভয়ে সেই যুবক কাউকে না জানালেও পরে যখন শারিরীক সমস্যার সৃষ্টি হয় তখন তার মাকে জানায়। পরে বন্দর বিষয়টি নিয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।
অন্যদিকে গত ৮ মার্চ (শনিবার) রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় এক কিশোরী পালক মেয়েকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করার অপরাধে শামীম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত ১৩ বছর যাবত এই কিশোরীকে দত্তক এনে লালন পালন করছিল জিয়াসমিন ও শামীম দম্পতি। গত ২৮ ফেব্রুয়ারি সকালে ভাড়া বাসায় কিশোরী ঘুমিয়ে থাকা অবস্থায় তার পালক পিতা তার পড়নের কাপড় খুলে মোবাইলে ভিডিও ধারণ করে। গত ৩ মার্চ সকালে সেই ভিডিও দেখিয়ে তাকে যৌন হয়রানির চেষ্টা করে শামীম। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। এই ঘটনায় তার বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা নেয়া হয়েছে।