Logo
Logo
×

বিশেষ সংবাদ

গডফাদার শামীম ওসমানের শিষ্য জীবনের বিরুদ্ধে সাংবাদিক মেহেদী হাসানের মামলা

Icon

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

গডফাদার শামীম ওসমানের শিষ্য জীবনের বিরুদ্ধে সাংবাদিক মেহেদী হাসানের মামলা

বিশেষ মিটিংয়ে গডফাদার শামীম ওসমানের মেঝ ভাই সাবেক সাংসদ সেলিম ওসমানের সাথে শিষ্য রফিকুল ইসলাম জীবন।

Swapno

‘দুর্বৃত্ত’ ও ‘টোকাই সাংবাদিক’ শব্দ ব্যবহার করে মানহানির অভিযোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (শামীম ওসমান মনোনিত) রফিকুল ইসলাম জীবনের বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ ও দুই বছরের কারাদণ্ড চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার স্টাফ ফটোসাংবাদিক মেহেদী হাসান।


রোববার (১৬ মার্চ) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মাসুমের আদালতে মামলা দায়ের (পিটিশন মামলা নং-৬১/২০২৫) করলে বিষয়টি আমলে নিয়ে ১৮/৫/২৫ তারিখের মধ্যে পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিবিআই) কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।



সাংবাদিক মো. মেহেদী হাসান মামলায় উল্লেখ করেন, রফিকুল ইসলাম জীবন সাংবাদিক মেহেদী হাসান ও আমার (মেহেদী) সহকর্মীদের অন্যায়ভাবে মারধর করিলে, তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা নং- ১২ (১০) ২০২৪ নম্বরে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে জীবন ভুল বুঝতে পেরে সহানুভূতিশীল হয়ে ক্ষমা সূলভভাবে আপোষ-মিমাংসা করিতে রাজি হলে সাংবাদিক মেহেদী ও তার সহকর্মীরা মহানুভবতার পরিচয়ে নির্দিষ্ট কিছু শর্তে বিরোধীয় বিষয় আপোষ-মিমাংসা করেন। উক্ত আপোষ-মিমাংসার শর্তানুসারে জীবন ‘দুর্বৃত্ত’ ও ‘টোকাই’ শব্দ গুলো প্রত্যাহার করিবেন এবং অদূর ভবিষ্যতে এই শব্দগুলো ব্যবহার করবেন না এমন অঙ্গীকার করেন।



কিন্তু গত ২৭/০২/২০২৫ ইং তারিখে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্যাডে প্রকাশিত কারণ দর্শানোর নোটিশে (যাহার সূত্র নাঃ প্রেঃ ক্লাঃ/২০২৫/০২৩) অনভিপ্রেয়ভাবে উপরোক্ত আপোষ-মিমাংসার শর্ত সমূহের প্রতি অসম্মান প্রদর্শন পূর্বক পূনরায়  ‘টোকাই সাংবাদিক’ শব্দটি ব্যবহার করে জীবন এবং ‘কথিত টোকাই’ শব্দটি ব্যবহার করে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যাহার দরুণ সাংবাদিক মেহেদী হাসানের পেশাগত, পারিবারিক, রাজনৈতিক, বন্ধুমহলে মানহানী হয়েছে। যাহা আর্থিক মূল্য নিরুপণ প্রায় অসম্ভবপর।


তথাপিও মানহানী বাবদ ক্ষতিপূরণ ৫,০০,০০,০০০/= (পাঁচ কোটি) টাকার কম হইবে না । উক্ত সম্মানহানি ও শর্ত ভঙ্গের ক্ষতিপূরণ স্বরূপ জীবনের নিকট সাংবাদিক মেহেদী হাসান ৫,০০,০০,০০০/= (পাঁচ কোটি) টাকা প্রাপ্য হয়েছে। 


উপরোক্ত বানোয়াট ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহারের জন্য ৩ (তিন) দিনের প্রত্যাহার পূর্বক ক্ষমা চেয়ে সাংবাদিক সম্মেলন করতঃ নোটিশ দাতার সম্মানহানি ও ক্ষতিপূরণ বাবদ ৫,০০,০০,০০০/= (পাঁচ কোটি) টাকা প্রদান করার লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। কিন্তু জীবন তাতে কর্ণপাত না করে যথাসময়ে উত্তর প্রদান না করায় সাংবাদিক মেহেদী হাসান নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ ও দুই বছরের কারাদণ্ড চেয়ে আদালতে মামলা দায়ের করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন