Logo
Logo
×

বিশেষ সংবাদ

না.গঞ্জে টিকিট কাউন্টারে ঘরমুখো যাত্রীর ভিড়

যুগের চিন্তা রিপোর্ট

Icon

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জে টিকিট কাউন্টারে ঘরমুখো যাত্রীর ভিড়

না.গঞ্জে টিকিট কাউন্টারে ঘরমুখো যাত্রীর ভিড়

Swapno

মুসলিম উম্মাহর জন্য রমজান শেষে ঈদুল ফিতর সকলের মাঝে আনন্দ নিয়ে আসে। তাছাড়া ঈদের লম্বা ছুটিতে শহরমুখি মানুষ গুলো বাড়িতে গিয়ে থাকেন গ্রামে। আর এজন্য নারায়ণগঞ্জে টিকিট কাউন্টারে বাড়ছে ঘরমুখো যাত্রীর ভিড়। 


নারায়ণগঞ্জের অস্থায়ী  ভাবে বসবাসরত কর্মব্যস্ত মানুষেরা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য নগরী ছেড়ে গ্রামে ছুটতে শুরু করেছেন। এছাড়া বেসরকারি ও গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণার ফলে বাস কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। এতে করে খালি হতে শুরু  করেছে নগরী। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল ও কাঁচপুরপর বাস কাউন্টারে ঘুরে ডিষ্ট্রিক পরিবহনের টিকিট কাউন্টারে ভীড় দেখা যায়।



এসময় দূরপাল্লার প্রতিটি টিকিট কাউন্টারে যাত্রীরা ভিড় লক্ষ করা যায়। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীরও তাৎপরতা রয়েছে চোখে পড়ার মতো। চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে লাল সবুজ বাস কাউন্টারে এসেছেন গার্মেন্টস কর্মী শাহিদা খাতুন। তিনি বলেন, বাবা-মার সঙ্গে ঈদ করার জন্যে পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি। 


তাই রাতের টিকিট বুকিং দিয়েছিলাম। এখন বাড়ি যাচ্ছি। কিন্তু গত বারের চেয়ে এবার টিকেট পেতে তেমন কোন জামেলা পোহাতে হয় নাই। টিকিটের মূল্য বেশি রাখা হচ্ছে কিনা প্রশ্নে তিনি বলেন, আগের মতেই ভাড়া রেখেছে। হয়তো চাপ আরও বাড়লে তারাও বাড়াবে।



সেন্টমার্টিন এক্সপ্রেসের কাউন্টারের দায়িত্বে থাকা মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার থেকে যাত্রীদের চাপ কয়েকগুণ বাড়ছে। এখনতো টিকিট খালি থাকছে না। তাছাড়া এবার আর টিকেটের কোন বাড়তি ভাড়া নেই। ভাড়া বাড়ানোর পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে কাউন্টারের লোকজন বলেন, আমরা কখনোই অতিরিক্ত ভাড়া আদায় করিনা। এবারও তা হবে না।



মহাসড়কের পরিস্থিতির বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ জানান , ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে অতিরিক্ত ফোর্স কাজ করছে। ঈদ উপলক্ষে টহল টিম বাড়ানো হয়েছে। আশা করছে ভোগান্তি হবে না।



নারায়ণগঞ্জে দায়িত্ব টিআই করিম জানান, যাত্রীদের ভোগান্তি এড়াতে একটি টিম ২৪ ঘণ্টার জন্যে চিটাগাংরোডে রাখা হয়েছে। বর্তমানে এক টিম সিএনজি এবং আরেক টিম পুলিশের গাড়িতে ডিউটি করছেন। মানুষের ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করে তুলথে আমরা আমরা সতর্ক আছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন