
জমে উঠেছে টুপি-আতরের বাজার
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পাঞ্জাবি, আতর, টুপি, জায়নামাজ বিক্রির বাজার জমে উঠেছে নারায়ণগঞ্জে। নতুন পোশাক কেনার পর ক্রেতারা ভিড় জমাচ্ছেন টুপি, আতর আর জায়নামাজের দোকানে। গতকাল শনিবার (২৯ মার্চ) শহরের ডি. আই. টি মসজিদ মার্কেট ঘুরে দেখা যায় আতর, টুপি ও
জায়নামাজের দোকানে ক্রেতাদের ব্যাপক ভিড়। টুপি বিক্রেতা মোতালেব হোসেন বলেন, “মোটামুটি বেচাকেনা হচ্ছে, এক এক টুপির দাম এক এক রকম। তবে গত বছরের তুলনায় এবার ক্রেতা কম।” তিনি অভিযোগ করেন, “গত বছরের তুলনায় টুপির দাম কিছুটা বেড়েছে।” রফিকুল ইসলাম বলেন, “নামাজের জন্য জায়নামাজ নিতে এসেছি।
দোকানদার ৫০০ টাকার নিচে দিচ্ছেন না, যদিও গত সপ্তাহে ৪০০ টাকা দিয়ে কিছুদিন আগে কিনে নিয়েছিলাম।” আর এক বিক্রেতা মো. সাব্বির ঢালী বলেন, “বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, তবে এবার ছুটি আগে হওয়ায় লোকজন কম।” মাদরাসা পড়ুয়া ছাত্র নাঈম বিন নাছির বলেন, “রোজার আগে ১২০ টাকায় জালি টুপি কিনেছিলাম, আজকে ২০ টাকা বেশি নিচ্ছে।
২০ টাকা বেশি দিয়েই কিনে নিলাম।” মুকছেদুল মুমিন বলেন, “বাচ্চার জন্য পাঞ্জাবি, পায়জামা নিয়েছি, এখন টুপি, সুরমা ও আতর নিব। তবে দাম একটু বেশি নেওয়া হচ্ছে।” এদিকে বিক্রেতারা জানান, দামি আতরের তুলনায় ১৫০ থেকে ২০০ টাকার আতরই বেশি বিক্রি হচ্ছে। বাজারে জেসমিন, হাসনা হেনা, রজনীগন্ধা, আমির আল কুয়াদিরাজা ওপেন, জান্নাতুল ফেরদৌস, রয়েল, হাজরে আসওয়াদ নামের আতর গুলো বেশি বিক্রি হচ্ছে।