Logo
Logo
×

বিশেষ সংবাদ

বন্দরে বিভিন্ন স্পটে কর নির্ধারণ কার্যক্রম শুরু, রাজস্ব বৃদ্ধির আশা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

বন্দরে বিভিন্ন স্পটে কর নির্ধারণ কার্যক্রম শুরু, রাজস্ব বৃদ্ধির আশা

বন্দরে বিভিন্ন স্পটে কর নির্ধারণ কার্যক্রম শুরু, এক দিনে ২ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব আদায়

Swapno

# বন্দরে এক দিনে ২ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব আদায়


সরকারের রাজস্ব আয় বাড়ানোর এবং করদাতাদের জন্য কর প্রদান প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর উদ্যোগে নারায়ণগঞ্জের বন্দরের দুইটি স্থানে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কার্যক্রম। 


 সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় বন্দর উপজেলার মদনপুর একতা সুপার মার্কেটের ৩য় তলার সমবায় সমিতির কার্যালয়ে সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের বন্দর বাজারের কে কে টাওয়ারের কর অঞ্চল নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে করদাতাদের কর সুবিধা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।


এর আগে, একতা সুপার মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এবং আয়কর জমা সংক্রান্ত তথ্য দেওয়া হয়। এই কার্যক্রমের মাধ্যমে নতুন করদাতা সনাক্তকরণ, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর পরিশোধ সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে।


একতা মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগে তারা আয়কর রিটার্ন করতে অনেক জটিলতা ভেবেই সাহস পেতেন না। যারা কর প্রদান করতেন, তারা নানা ভোগান্তির সম্মুখীন হতেন। তবে এখন আয়কর বিভাগ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে এসে এই সেবা দিচ্ছে, যা সবার জন্য অনেক সুবিধাজনক। এ ধরনের কার্যক্রমে সরকারের রাজস্ব বাড়বে বলে মনে করেন তারা।


এদিকে দিনব্যাপী অনুষ্ঠিত কার্যক্রমে শতাধিক সেবা গ্রহীতা আয়কর কর প্রদান, রিটার্ন দাখিল ও টিআইএন সনদ গ্রহণ করেন। এ দিন প্রায় দুই লাখ ৩০ হাজার টাকার রাজস্ব আহরণ করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।


এ সময় কর কমিশনার মুহাম্মদ আমিনুর রহমান জানান, কর প্রদান ব্যবস্থাকে সহজ করে করদাতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে করজাল সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সারা দেশে নতুনভাবে স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু করেছে। যেসব করদাতার করযোগ্য আয় এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে, অথচ আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের ব্যবসাস্থলে উপস্থিত হয়ে সরাসরি সেবা প্রদান করে সহজে রিটার্ন গ্রহণ করা হয়।


তিনি জানান, স্পট অ্যাসেসমেন্ট ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ জনগণের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি এবং কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখতে শুরু করেছে।


এ সময় একতা সুপার মার্কেটের স্পটে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মুহাম্মদ আমিনুর রহমান, অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, যুগ্ম কর কমিশনার মো. সাইফুর রহমান রাসেল, অতিরিক্ত সহকারী কর কমিশনার মিজানুর রহমান, একতা সুপার মার্কেট, মদনগঞ্জ, নারায়ণগঞ্জের কোষাধ্যক্ষ মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন। 


একই সাথে অপর দিকে বন্দর বাজারের কে. কে টাওয়ারের স্পটে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সহকারী কর কমিশনার মিজানুর রহমান, কে. কে টাওয়ারের স্বত্তাধিকারী রোটারিয়ান নুরুল ইসলাম, বন্দর থানার ফাঁড়ির ইনচার্জ আরিফ তালুকদারসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং করদাতাগণ।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন