Logo
Logo
×

খেলাধূলা

সুদিন অপরাজিত চ্যাম্পিয়ন, আনান রানার আপ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৭:১১ পিএম

সুদিন অপরাজিত চ্যাম্পিয়ন, আনান রানার আপ

 

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নাহার চেস একাডেমি আয়োজিত স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতায় আজ (বৃহস্পতিবার) আমিনুল হাসান সুদিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র সুদিন ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট সংগ্রহ করে এ কৃতিত্ব অর্জন করেছে।

 

 

অপরদিকে রানার আপ হয়েছে আমলাপাড়া শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির আরিয়ান সামির আনান। তার সংগ্রহ ৩ পয়েন্ট। স্থান নির্ধারণী প্লে অফ ম্যাচে সে আহনাফকে পরাজিত করেছে।

 

 

এছাড়া তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির আশফাক সাফিন আহনাফ, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির নুসরাত হাসান নাবা ও একই স্কুলের অষ্টম শ্রেণির ধ্রুব সেনগুপ্ত।

 

 

শহরের আমলাপাড়ায় অবস্থিত নাহার চেস একাডেমির প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতাটি পরিচালনা করেন দাবা প্রশিক্ষক নাজমুল হাসান রুমি।    এন. হুসেইন রনী  /জেসি

 
শুভেচ্ছাসহ- মোহাম্মদ নাজমুল হাসান
পরিচালক
নাহার চেস একাডেমি
মোবাইল: ০১৭১৩০৬৫৭২১

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন