Logo
Logo
×

খেলাধূলা

 বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও ক্রীড়া বান্ধব দেশ : মাসুদুজ্জামান

Icon

 মেহেদী হাসান

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১১:০১ পিএম

 বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও ক্রীড়া বান্ধব দেশ : মাসুদুজ্জামান



নারায়ণগঞ্জ জেলা শিশু কিশোর ঐক্যজোটের আয়োজনে ও মডেল গ্রুপের পৃষ্ঠপোষকতায় চব্বিশের শহীদ স্মৃতি একাডেমি কাপ অনুধর্ব-১৩ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে অনুধর্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাসুদুজ্জামান।

 

 

 

 ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর আহব্বান জানিয়ে মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাসুদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জের তরুন ফুটবলারদের উৎসাহ যোগাতে আজ জেলা শিশু কিশোর ঐক্যজোটের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো। এই পৌর স্টেডিয়াম থেকে অনেক বড় বড় প্লেয়ার বের হয়েছে যারা জাতীয় দলে খেলেছেন। আগে ঢাকা গেলে বিভিন্ন ক্লাবে দেখা যেত নারায়ণগঞ্জে ২ চারটা প্লেয়ার আছেই।

 

 

 

 নারায়ণগঞ্জের প্লেয়ার ছাড়া জাতীয় দল গঠন করা হতো না। এক সময় নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে মুট্টিগত করে রেখেছিল। তাই আমরা চাই ক্রীড়াঙ্গনকে মুক্তকরে দিতে।  এখন থেকে জাতীয়দলের প্লেয়ার বের হবে নারায়ণগঞ্জ থেকে। আগামীর বাংলাদেশ হবে দূর্নীতি মুক্ত ও ক্রীড়া বান্ধব দেশ। আমি একজন ব্যবসায়ী পরে আগে একজন খেলোয়াড় আমি ছোট থাকতে অনেক খেলেছি। খেলার প্রতি আমি দূর্বল।

 

 

 

আমি ক্রিকেট, ফুটবল ও ডান্ডাগুটি খেলেছি। আমাদের বাচ্চারা এ আমাদের যেখানে এনে দিয়েছে তারা আমাদে পাশে সব সময় থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার রেজাউল করিম লিটন, সাবেক ক্রিকেটার শাহারিয়ার হোসেন বিদ্যুৎ, সাবেক ফুটবলার আজমল হোসেন বিদ্যুৎ, ফুটবলার ওয়ালী ফয়সাল, সুলতান আহমেদ, শহীদ হোসেন স্বপন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন