Logo
Logo
×

খেলাধূলা

এবার আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ সাকিবের বোলিং

Icon

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পিএম

এবার আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ সাকিবের বোলিং

বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় এবার আন্তর্জাতিক পর্যায়েও বোলিংয়ে নিষেধাজ্ঞায় পড়েছেন সাকিব আল হাসান। অ্যাকশন না শুধরে দেশের বাইরের কোন ম্যাচে আর বোলিং করতে পারবেন না সাকিব। এর আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে পরীক্ষা দিয়ে তার বোলিংয়ের ত্রুটি ধরা পড়ে। যে কারণে শুরুতে ইসিবি’র অধীনে সকল ম্যাচে তার বোলিং নিষিদ্ধ করা হয়েছিল। 

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যাকশনে ত্রুটির কারণে দেশের বাইরে কোন ধরনের টুর্নামেন্টেই বল করতে পারবেন না বাঁ-হাতি এই স্পিনার।

 

বিসিবি জানিয়েছে, ইসিবির অধীনে করানো পরীক্ষার ফল আইসিসিও স্বীকৃতি দিয়েছে। যে কারণে সাকিবকে এখন আইসিসি অধীনে স্বীকৃত কোন পরীক্ষাগারে পুনরায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। যদি তিনি ওই পরীক্ষায় পাস করেন এবং বোলিং অ্যাকশনে ত্রুটি না থাকার প্রমাণ করতে পারেন, তবেই আন্তর্জাতিক ও দেশের বাইরের টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন। তবে বিসিবির অধীনে ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে বাধা নেই তার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন