Logo
Logo
×

খেলাধূলা

কবে এবং কোথায় চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলবে বাংলাদেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

কবে এবং কোথায় চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড’র খেলার মাধ্যমে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির টুর্নামেন্ট।এর পরের দিন ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। দুবাইয়ে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। গ্রুপে বাংলাদেশের পরের দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এর তিন দিন পর ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত হবে ১ম সেমিফাইনাল, ৫ মার্চ লাহোরে অনুষ্ঠিত হবে ২য় সেমিফাইনাল এবং ৯ মার্চ লাহোরে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল।২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফির  এই সূচি ঘোষণা করে আইসিসি।

একনজরে দেখা যাক চ্যাম্পিয়নস ট্রফির  সময় সূচীঃ -
        
১৯ ফেব্রুয়ারি    পাকিস্তান–নিউজিল্যান্ড    করাচি
২০ ফেব্রুয়ারি    বাংলাদেশ–ভারত    দুবাই
২১ ফেব্রুয়ারি    দক্ষিণ আফ্রিকা–আফগানিস্তান    করাচি
২২ ফেব্রুয়ারি    অস্ট্রেলিয়া–ইংল্যান্ড             লাহোর
২৩ ফেব্রুয়ারি    পাকিস্তান–ভারত                দুবাই
২৪ ফেব্রুয়ারি    বাংলাদেশ–নিউজিল্যান্ড        রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি    অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা    রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি    ইংল্যান্ড–আফগানিস্তান        লাহোর
২৭ ফেব্রুয়ারি    বাংলাদেশ–পাকিস্তান            রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি    অস্ট্রেলিয়া–আফগানিস্তান     লাহোর
১ মার্চ               ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা       করাচি
২ মার্চ               ভারত–নিউজিল্যান্ড             দুবাই
৪ মার্চ               ১ম সেমিফাইনাল                 দুবাই
৫ মার্চ               ২য় সেমিফাইনাল                 লাহোর
৯ মার্চ               ফাইনাল                             লাহোর


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন