মিশাল ফাউন্ডেশন প্রিমিয়ার ক্রিকেট ফাইনালের পুরস্কার বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
মিশাল ফাউন্ডেশনের আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ট্রফি হাতে খেলোয়াররা
নগরীর খানপুরে মিশাল ফাউন্ডেশনের আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ সিজন ৩ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়ে ২০ হাজার টাকা পুরস্কার গ্রহণ করে জেএস ক্লাব। ২৪ জানুয়ারী রাতে নারায়ণগঞ্জ খানপুর পোলস্টার ক্লাব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, খানপুরে মিশাল ফাউন্ডেশনের আয়োজনে প্রতি বছর প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। আর এই খেলা ধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে মাদক থেকে দুরে রাখবে। এছাড়া খেলা ধুলা সন্ত্রাস হতে বিরত রাখে। নাইম হোসেন মিশাল প্রতি বছর এই খেলা ধুলার আয়োজন করে এখান থেকে খেলোয়ার তৈরীর পথ দেখাচ্ছে। তাই আমরা সব তার পাশে থাকবো। আমাদের খানপুরে খেলা ধুলা আয়োজনের জন্য তাকে আমরা সহযোগিতা করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, মিশাল ফাউন্ডেশনের সভাপতি নাইম হোসেন মিশালের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা গ্রুপের পরিচালক মাইনুদ্দিন আহমেদ রাফিন,খানপুর পঞ্চায়েত পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন, আমরা খানপুর বাসি সংগঠনের সভাপতি জাহাঙ্গীর কবির পোকন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আসলাম, পোলস্টার ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ,সহ সভাপতি হানিফ কবির বাবুল, এস এম বাতেন, কামরুজ্জামান, আরিফুর রহমান,মাসুম কবির,মাহবুবুর রহমান মারুফ, মো. রিপন সহ গনমান্য ব্যক্তিবর্গ। প্রিমিয়ার সিজন-৩ ফাইনাল খেলায় রানার্স আপ হয় তল্লা লিজেন্ড ক্লাব।