Logo
Logo
×

খেলাধূলা

বাবা-মাকে অতিথি করে ছয় বন্ধুর টার্ফ মাঠ উদ্বোধন

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

বাবা-মাকে অতিথি করে ছয় বন্ধুর টার্ফ মাঠ উদ্বোধন

ফতুল্লার ভুইগড় মাহপুদপুর এলাকায় টার্ফ বসিয়ে ্যাচ ডে পার্ক নামে খেলার মাঠ উদ্বোধন করা হয়।

 বর্তমান প্রজন্ম নানা কারণে অনেকেই আসক্ত হচ্ছে মোবাইল ফোনসহ ডিজিটাল ডিভাইসে। কিন্তু ইট পাথরের এই যান্ত্রিক শহরে আধুনিক নগরায়ণের ফলে খেলা ধুলার মাঠ না থাকায় তুরুন প্রজন্ম খেলা থেকে দুরে সরে রয়েছে। শহর এলাকায় এখন খেলাধুলা বা শরীরচর্চার পর্যাপ্ত জায়গা নেই বললেই চলে। কিন্তু খেলার মাঠের সংকট দূর করতে ছোট জায়গাতে এখন কৃত্রিম টার্ফ বসিয়ে বানানো হচ্ছে খেলার মাঠ। তারই ধারাবাহিকতায় ভিন্নরকম আয়োজন নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় মাহপুদপুর এলাকায় টার্ফ বসিয়ে খেলার মাঠ উদ্বোধন করা হয়।  গতকাল বুধবার ১২ ফেব্রুয়ারি ম্যাচ ডে পার্ক নামে খেলার মাঠটি উদ্বোধন করা হয়।



অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই মাঠ উদ্বোধনের জন্য তারা আলাদা ভাবে কাউকে স্পেশাল বা চিফগেষ্ট করেন নাই। এই খেলার আয়োজনের ৬ জন বন্ধ উদ্যোক্তা হয়ে তা তৈরী করেন। আর এজন্য বাহির থেকে কাউকে অতিথি না করে ছয় বন্ধুর পিতা মাতাকে অতিথি হিসেবে রেখে আলোচনা এবং দোয়ার মাধ্যমে খেলার মাঠটি উদ্বোধন করা হয়।



এসময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজে সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল তার বক্তব্যে বলেন, খেলাধুলা কওে যে বিজনেজ করা যায় তাদের প্রতিভা দেখে খুব ভালো লেগেছে। তাছাড়া এটা টু ইন ওয়ানের মাঝেও পড়ে। আমাদের সন্তানেরা  এই আয়োজনের মাধ্যমে একটি খেলার মাঠ করেছে, একই সাথে নিজেরা উপাজর্নের একটি পথ তৈরী করেছে। আমি এখানে আসার আগে তাদের জিজ্ঞেস করেছি এখানে অতিথি হবে কে, তখন তারা বলল প্রত্যেকের পিতা মাতাই অনুষ্ঠানের অতিথি হবে। যা আমাকে মুগ্ধ করেছে।  খেলাধুলার মাঠ কমে যাওয়াতে বর্তমান প্রজন্ম অনেকেই নেশার সাথে জরিয়ে যাচ্ছে। তাদের  এই খেলার মাঠের মাধ্যমে তরুণ প্রজন্ম খেলা ধুলার দিকে ধাবিত হবে।  আমি ব্যবসায়ী হিসেবে চাই আমাদের সন্তানেরা বিজনেজ করেই অনেক বড় হোক। আমিও আমার জীবনের শুরুতে ৫ জনে মিলে ব্যবসা শুরু করেছিলাম। আজকে প্রত্যেকেই ভালো অবস্থানে রয়েছেন। যারা আজকে আমাদের সন্তানেরা খেলার মাঠ তৈরী করে ব্যবসার উদ্যোগ নিয়েছ আমরা তাদের সকল ধরনের সহযোগিতার জন্য সব সময় পাশে থাকবো। আমি তাদের বলবো,তোমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করে যাবা আমরা সেই প্রত্যাশা করি। তোমরা দেশের জন্য কাজ করে যাবে আমরা সেই আশা করি।



এসময় খেলার মাঠ উদ্যোক্তারা বলেন, আমাদের নারায়ণগঞ্জ শহরে এখন খেলা ধুলা করার মত তেমন মাঠ না থাকায় বর্তমান প্রজন্ম খেলাধুলা থেকে পিছিয়ে যাচ্ছে। তাছাড়া মাঠের জন্য জায়গার সংকট রয়েছে। সকল মিলিয়েআমরা খেলাধুলার মাধ্যমে ব্যবসার উদ্যোগ নিয়েছি ৬  বন্ধু মিলে। তাই আমরা আমাদের পিতার মাতা থেকে সহযোগিতা পাওয়ায় তাদেরকে দিয়ে আমাদের ম্যাচ ডে পার্ক নামের খেলার মাঠ উদ্বোধন করি।এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
জানাযায়, এই মাঠে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হবে। তাছাড়া এখন দিন যত যাচ্ছে তত জনপ্রিয় হচ্ছে কৃত্রিম টার্ফের মাঠ। বাড়ছে মাঠের সংখ্যা। খেলার মাঠের সংকট দূর করতে কিছু বিকল্পও তৈরি হচ্ছে টার্ফ মাঠ দেশে। ছোট জায়গাতে এখন কৃত্রিম টার্ফ বসিয়ে সেটিকে বানানো হচ্ছে খেলার মাঠ। সেই মাঠে হচ্ছে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলা।  এতে করে ব্যবসার পরিধিও বাড়ছে। সামাজিক দায়বদ্ধতা এবং ব্যবসায়িক চিন্তা থেকে ছয় বন্ধু আজোয়াদ ফারিয়ান, অংকন, অজয়, শ্রাবণ, আতিব, সাজিম মিলে ২০ শতাংশ জায়গায় উপর নির্মাণ করেন 'ম্যাচ ডে পার্ক' নামে কৃত্রিম টার্ফের ফুটবল  মাঠ। ভূইঘরের মাহমুদপুরে অবস্থিত  মাঠের  আয়তন ১১৫ ফিট বাই ৫৫ ফিট। প্রতিটি স্লট ৯০ মিনিট করে। উদ্বোধন উপলক্ষে বিশেষ অফারে  ভাড়া নির্ধারণ করা হয়েছে  সকাল - ৬.৩০ বিকাল ৫ পর্যন্ত ২০০০ টাকা প্রতি স্লট। বিকাল ৫ টা থেকে রাত ২ টা পর্যন্ত ২৪০০ টাকা প্রতি স্লট।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন