রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

অবরোধ তাদের, পেটে লাথি আমাদের

যুগের চিন্তা রিপোট

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  


গত  ৩১অক্টোবর, ১,২ নভেম্বর টানা তিনদিন অবরোধের পর দ্বিতীয় দফায় গত ৫, ৬ নভেম্বর ৪৮ ঘন্টার বিএনপি এবং জামায়াতের অবরোধে সাধারণ মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে। অবরোধে কারণে সড়কে গাড়ি চালাচল তুলনামূলকভাবে কম থাকে।

 

 

এ কারণে অফিসগামী মানুষগুলোকে পড়তে হচ্ছে সবচেয়ে বেশি বিপাকে। অন্যদিকে দিন এনে দিন খাওয়া মানুষ গুলো অবরোধের কারণে রোজগার প্রায় বন্ধের পথে।

 


এমন অবস্থায় দুঃখ প্রকাশ করে ফল বিক্রেতা রানা বলেন, আমরা খেটে খাওয়া মানুষ আমাদেরকে কেনো এতো ভোগান্তি পোহাতে হবে। গাড়ি নিয়ে যদি না বের হই তাহলে আমাদের সংসার কোনো রাজনৈতিক দল এসে চালাবে না। কষ্ট করে হলেও আমাদের সংসার আমাদেরকেই চালাতে হবে। অবরোধের কারনে যদি ব্যবসা বন্ধ করে রাখি তাহলে ৮ জনের পরিবার চলবে কীভাবে। অবরোধ করে তারা তার পেটে লাথি পরে আমাদের।  

 


মাসুদ নামে এক বাস চালক বলেন, কোনো কিছু হলেও তারা গাড়ি ভাঙ্গচুর করে, আগুন জ্বালিয়ে দেয়। সাধারণ মানুষের উপার্জনের উৎসটাই যদি তারা ভেঙ্গে ফেলে তাহলে মানুষ করবে টা কী। তারা তাদের দ›েদ্বর কারণে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। কষ্ট করে দু মুঠো ভাত জোগার করার জন্য যেসব মানুষ নিজের জীবনের বাজি রেখেও বর্তমান রাজনীতির এই ভয়াবহ দিনে বের হয় তাদের পেটে এভাবে লাথি মারলে আল্লাহ তা সহ্য করবে না।

 


হাসান নামে অপর ব্যাক্তি বলেন, পেটের দায়ে ঘর থেকে বের হই। এক দিন বসে থাকলে তো আমাদের কেউ দেখবে না। রাস্তায় থাকি ভয় হয় কখন কোন দিক থেকে হামলা শুরু হয় একারনে। মাহাজনও  ভয়ে গাড়ি দিতে চায় না তাও জোর করে গাড়ি নিয়ে বের হই।

 

 

অন্যদিকে অবরোধের কারণে মানুষও ভয়ে বাড়ি থেকে বের হতে চায় না। একারনে যাত্রীও বেশি থাকে না। দিন যদি এরকমই যেতে থাকে তাহলে আমাদের মতো মানুষদের রাস্তায় নামতে হবে।  

এই বিভাগের আরো খবর