অবস্থান কর্মসূচিতে ১৮নং ওয়ার্ড বিএনপির মিছিল নিয়ে অংশগ্রহণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১০:২৫ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিকে সফল করতে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আওতাধীন নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.শাহ-জালাল সরদার ও সাধারণ সম্পাদক আল আরিফ এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
গতকাল বুধবার (১৪ আগষ্ট) ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে দু’দিনের কর্মসূচি প্রথম দিনে শহরে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। দুপুর থেকেই সদর থানা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহানগর বিএনপির অবস্থান কমসূচিতে যোগদান করেন। এসময় সদর থানার ব্যানারে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপির জাকির শেখ, আলতাফ মাহমুদ, সোনায়ার, বাবু, সোহেল চৌধুরী, আল-মামুন, সুমন, মাসুদ, ডালিম সহ প্রমুখ। পরবর্তীতে বিকেল তিনটার দিকে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।