শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

অসহায় মানুষদেরকে মহানগর স্বেচ্ছাসেবকলীগের ঈদ সামগ্রী বিতরণ: জুয়েল

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩  


নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেছেন, অনেকে বলে সামনে নির্বাচন। অনেকে নাকি নির্বাচন নিয়ে খোয়াব দেখছে। আমরা শেখ হাসিনার সৈনিক, শামীম ওসমানের সৈনিক। উন্নয়নের কথা বললে শেষ করা যাবে না।

 

 

 শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ৩টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর স্বেচ্ছাসেবকলীগের ২২নং ওয়ার্ডের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে একেএম শামীম ওসমান এমপির সহযোগিতায় অসহায় মানুষের পাশে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, প্রধান আলোচক ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা, বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন জালু প্রমুখ।

 

 


উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি মানিক শেখ, সাবেক যুগ্ম -সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, ২৪নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়সাল কবির, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক আইন-বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এস আলম রাসেল, সাদিয়া সুলতানা শান্তা, নাজমা বেগম।

 

 

এবং ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের মারুফ হাসান, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের জাবেদ আহম্মেদ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সানোয়ার হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী, ২০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের জামান, ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নাজমুল, ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের হালিম সাঈদ, ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের মিঠু সাঈদ, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের মোমেন ও মুজাহিদ কবির পিয়াস।
 

 


তিনি বলেন, এটা আমার আয়োজন না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শামীম ওসমান আহ্বান জানিয়েছেন মানুষের পাশে গিয়ে দাঁড়াও৷ তোলারাম কলেজে থাকতে যখন ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করি তখন এত আওয়ামী লীগার ছিল না। রাজনীতি করে সম্মান পেয়েছি এটাই বড়।

 

 

অনেকে বলে রাজনীতি করে কিছু পেলাম না। আমি মনে করি রাজনীতি করতে গিয়ে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার নেতা শামীম ওসমান সাংসদ, আমার নেতা যিনি পা হারিয়েছেন তিনি আজ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। আমার নেতা খোকন সাহা মহানগর আওয়ামী লীগের সভাপতি।

 


আমি বক্তব্য দেই না। যেটা সত্যি আমি সেটাই বলি। আজ অনেককে দিচ্ছি অনেকে পাচ্ছেন না। আমরা যতটুকু পারি আমরা জনগণের পাশে দাঁড়াবো। সামনে নির্বাচন, জননেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করেছে আমরা যা করছি এটা দলের লাভের জন্য করি।  অনেকে বলে আমাদের নাকি আর দেখা যাবে না। আমরা বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ভালবেসে সংগঠন করি। আমরা পদ পদবির সংগঠন করি না। পদের রাজনীতি করলে এত বছর ধরে কর্মীদের সাথে নিয়ে থাকতে পারতাম না। এন.হুসেইন/জেসি