আইনজীবী সমিতি নির্বাচনে একটি শক্তিশালী প্যানেল দেওয়া হবে
মেহেদী হাসান
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০১:৫২ পিএম
শেখ হাসিনার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবন থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গে বলেন, এড.মোঃ জাকির হোসেন’কে আহবায়ক ও এড.আবু আল ইউসুফ খান টিপু’কে সদস্য সচিব করে মোট ১১ সদস্য বিশিষ্ট মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে।
আপনারা এই বোর্ডের প্রতি আস্তা রাখবেন। আমি আপনাদের কথা দিচ্ছি আমি কাউকে দু’চোখে দেখবো না। আপনারা সবাই জানেন এই আইনজীবী সমিতির নির্বাচনের পদ অল্প, তাই আপনারা মিলে মিশে নির্বাচন করবেন। এবার যারা নির্বাচন করবেন আগামী বার তারা করতে পারবেন না, সামনের বার আবার আরেক গ্রুপ নির্বাচন করবেন। এই বারে আপনারা আমাকে অনেক বার নির্বাচিত করেছেন তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
আমি সেই দিন ঘোষণা দিয়েছিলাম আমি আর এই বারে কোন দিন কোন পদে নির্বাচন করবো না। বিগত সময় এই বারটাকে একটা পারিবারিক বার হিসেবে পরিনত করা হয়েছিলো। এই বার যাতে আর পারিবারিক বার না থাকে, এটা যাতে আইনজীবীদের বারে পরিনত হয়, আইনজীবীরা যাতে এই বার আইনজীবীদের নেতৃত্বে চালাতে পারে এবং আইনজীবীদের বুদ্ধিতে চালায় বাহিরের কাউর বুদ্ধিতে যাতে না চলে এটাই আশা করছি।
সামনে আমাদের একটি শক্তিশালি প্যানেল দেওয়া হবে, যাকেই প্যানেল দেওয়া হয় আপনারা সবাই মিলে সেই প্যানেলকে বিজয় করবেন। আপনারা জানেন গত ৭-৮ বছর আওয়ামীলীগ কিভাবে এই বারকে কূষ্ঠিগত করছে, তারা আমার ছেলেও পর্যন্ত তুলে নিয়ে আসছে এবং আমাদের যারা প্রার্থী হয়েছে তাদের অনেককে মারধর করা হয়েছে। অনেক ভোটারদের কেন্দ্রে আসতে দেওয়া হয় নাই।
আমরা সেই পথে যেতে চাই না। আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে এই বারে নির্বাচন করবো। আমরা আশা করি আইনজীবীদের যে স্বার্থ এবং তাদের যে আকাংখা সেটা আমরা প্রতিফলন করতে পারবো। বিচার বিভাগে যে স্বাধীনতা, বিচার বিভাগ যাতে কনুশিলত না হয় সেটার জন্য আইনজীবীরা সব সময় সর্তক থাকবে। এন. হুসেইন রনী /জেসি