Logo
Logo
×

জনদুর্ভোগ

আকাঁশছোঁয়া দামে সবজি, চালে ঊর্ধ্বমুখী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

আকাঁশছোঁয়া দামে সবজি, চালে ঊর্ধ্বমুখী


সবেমাত্র বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তবুও কমতে দেখা যাচ্ছে না দামের অস্থিরতা। হাতেগোনা দু-একটা সবজি ছাড়া বেশিরভাগ সবজির দাম ঊর্ধ্বমুখী। নতুন করে সবজি বাজারে উঠার অপেক্ষায় আছেন বিক্রেতারা, যে কারনে সবজির দাম অনেকটাই বেশি। এদিকে বাজারে সপ্তাহ খানেক ধরে প্রায় সব ধরনের চালের দাম বাড়তে দেখা গেছে।

 


সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০-৯০টাকা পর্যন্ত, করলা ৬০-৭০ টাকা কেজি, কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে, গাজর কেজিপ্রতি ১৪০ টাকা, কচুরমুখীর কেজি ৮০ টাকা, অন্যদিকে শীতকালীন সবজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে, বরবটির দাম পড়ছে ৮০-৯০ টাকা কেজি।  

 

 

শিম ৯০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং শসার কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা দরে, প্রতি পিস ফুলকপি ৫০-৬০ টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা করে। এদিকে লাফিয়ে বাড়ছে আলুর দামও। বর্তমানে আলুর দাম ১০ টাকা বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত। এখন বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।

 


সরকার যদি সঠিক ভাবে মনিটরিংয়ের ব্যবস্থা বজায় রাখতো, তবে বাজারের সবকিছু নাগালে রাখা সম্ভব হতো বলে মনে করেন সাধারন মানুষ। অন্যদিকে বাজারে চড়া চালের দাম। বাজারে মোটা চালের দর কেজিতে ৫৫ টাকা এবং চিকন চাল ৭০-৮০ টাকা দরে। প্রতি কেজি মিনিকেট চাল ৭০-৭২ টাকায় বিক্রি হচ্ছে, নাজিরশাইল ৭৬-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন নতুন ধান উঠা শুরু হলে বাজারেও দাম কমতে শুরু করবে।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন