শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

আগামী ২৮ নভেম্বর সারা দেশে নৌ-শ্রমিকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২  


৭ দফা দাবি ও নৌ-শ্রমিকদের নূন্যতম মজুরী বিশ হাজার টাকার দাবিতে আগামী ২৮ নভেম্বর সারা দেশে কর্মবিরতি পালন করার লক্ষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সাধারণ নৌ-শ্রমিক ঐক্য পরিষদ।

 

 

গতকাল (১৬ নভেম্বর) বিকেল ৩টায় সাধারণ নৌ-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্যে নৌ-শ্রমিকরা বলেন, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ৭ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে সারা দেশে নৌ-শ্রমিকরা অবিরাম কর্মবিরতি পালন করবে।

 

 

নৌ-শ্রমিকদের নূন্যতম মজুরী বিশ হাজার টাকা, মৃত্যুকালীন ক্ষতিপূরণ বার লক্ষ টাকা, নিয়োগপত্র, রিলিজপত্র, পরিচয়পত্র, ও সার্ভিস বুক প্রদান সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। এন.এইচ/জেসি

এই বিভাগের আরো খবর