সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

আনারস প্রতীকে ভোট চেয়ে রানু ভুঁইয়ার প্রচারণা

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে ২০২৪  


রূপগঞ্জ  উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন ভুইয়া রানুর আনারস প্রতীকে প্রচারণা করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় গণসংযোগকালে  ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। ১০ মে শুক্রবার উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকার হাটবাজার ও গ্রামে গ্রানে  গণসংযোগ করেন তিনি।  

 

 

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে বিপুল ভোটে বিজয়ী হবো। তাই নির্বাচিত হলে এ উপজেলাকে মডেল ও স্মার্ট  হিসেবে গড়ে তুলতে বেকারত্ব দূর, মাদক নির্মূল, সন্ত্রাস প্রতিরোধে কাজ করবো।  আবু হোসেন ভুইয়া রানু বলেন, বিগত ২২ বছর রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনসেবা করে আমি অভ্যস্থ,দক্ষ।

 

 

তাই জনগণের পালস বুঝে, এলাকার উন্নয়নে কাজ করবো। আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সম্মানিত  ভোটারদের প্রতি আস্থা রাখি। রূপগঞ্জ উপজেলা পরিষদ রাজধানী লগোয়া হওয়ায় এখানে ব্যাপক নাগরিক সুবিধা প্রয়োজন।  ভৌগোলিকভাবে সম্ভাবনাময় শিল্পনগরীর  এ অঞ্চলে বেকারত্ব থাকা মেনে নেয়া যায় না। বেকারত্ব দূর হলে এখানে মাদক থাকবে না। অভিভাবকরা তাদের সন্তানের দিকে খেয়াল রাখলে কিশোরগ্যাংও থাকবে না। সর্বশ্রেণী পেশার লোকজনের সমন্বয়ে আমরা সবাই মিলে ভালো থাকতে চাই।

 


রূপগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রমতে এ উপজেলায় আনারস প্রতীক নিয়ে আবু হোসেন ভুইয়া রানুর একমাত্র  প্রতিদ্বন্দ্বী  দোয়াত কলম প্রতীক নিয়ে  ভোটের মাঠে রয়েছেন হাবিবুর রহমান হাবিব।  ভোটাদের মাঝে অনেকের  দাবী, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের কাছে তাদের সরাসরি যেতে হয় না খুব একটা।

 

 

তারা কিছু হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে যান। তাই উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে তাদের আগ্রহ নেই। তবে সচেতন ভোটারদের দাবী, রূপগঞ্জ উপজেলায় সৎ,শিক্ষিত, আদর্শের দিক থেকে ভালো প্রার্থী বিজয়ী হলে নাগরিকরা জনসেবা পেয়ে তৃপ্ত হবে। অন্যথায় দূর্ণীতি,অসদাচরণ ও প্রভাবের কারনে সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত হবেন।     এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর