বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেটের পক্ষে দুস্থদের নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

 

আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব দুস্থদের মাঝে নগদ আর্থিক অনুদান ও হামদ, নাত ও ক্বেরাত পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৩০ মার্চ) দুপুর ২টায় খানপুর আব্দুল হামিদ মিয়া ওয়াকফ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেট এর সিনিয়র সভাপতি জাহাঙ্গীর কবির পোকন এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান আহমেদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, সদস্য মো.মাহাবুব হোসেন, সদস্য মো.শহীদ হোসেন স্বপন, সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য মো. আসলাম, সদস্য হাজী জাহিদ হোসেন, সদস্য মো.রহমত উল্লাহ খান, সদস্য মো.আব্দুর রাজ্জাক,সদস্য মাওলানা মাসুদুর রহমান, ম্যানেজার জুয়েল আহম্মেদ, মো.ইয়ামিন কবির রাফিন, রায়হান রাজি সহ প্রমুখ।

 

এ সময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর কবির পোকন বলেন, দীর্ঘ কাল ধরে মরহুম আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেট থেকে গরীব অসহায় দুস্থ মানুষকে কম্বল ও নগদ অর্থ দিয়ে এবং বিভিন্ন ভাবে এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর আমরা সহযোগিতা করে যাচ্ছি। মরহুম আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেটের আয় থেকে এবং মার্কেটের আয় থেকে আপনাদের এই সহযোগিতা করা হয়। আপনারা দোয়া করবেন আমরা যেনো এই এস্টেট এর আয় ও মার্কেটের আয় বৃদ্ধি করতে পারি। আমরা এখন পাঁচশত টাকা করে দিচ্ছি আগামীতে যেনো এই আয় থেকে আমরা আপনাদের দশ হাজার টাকা করে দিতে পারি এই দোয়া করবেন। আমরা যদি সবাই মরহুম আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেটের জন্য ঐক্য ভাবে কাজ করতে পারি তাহলে এখান থেকে যে আয় হবে সেটা দিয়ে আমরা অনেক গবীর দুঃখীদের সাহায্য সহযোগিতা করতে পারবো। সেই সময় আমাদের এই খানপুরে কোন গবীর দুস্থ লোক থাকবে না।

 

তিনি আরও বলেন, মরহুম আব্দুল হামিদ মিয়া একজন বড় মনের মানুষ ছিলেন। তিনি আপনাদের জন্য শত শত কোটি টাকার সম্পদ রেখে গেছেন। আপনারা মন খোলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা আমাদের জন্য ও দোয়া করবেন। কিছু দিন আগে আমরা এই ওয়াকফ এস্টেট থেকে ১২০০ কম্বল বিতরণ করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে আপনাদের সেবা ও সহযোগিতা করতে পারি। এ সময় অনুষ্ঠানে আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেট পক্ষ থেকে ২৫০জন গরীব ও দুস্থদের মাঝে ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর