Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

আমরা ঝুঁকিপুর্ণ এলাকায় রয়েছি : মোস্তাইন বিল্লাহ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ১২:৪৫ পিএম

আমরা ঝুঁকিপুর্ণ এলাকায় রয়েছি : মোস্তাইন বিল্লাহ

নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, বর্তমান সময়ে আমাদের নারায়ণগঞ্জে কোভিড এর পরিমান প্রতিদিনই বাড়ছে। আমরা ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছি। গতকাল আমরা ১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করেছি আজ আরও তার চেয়ে বেশি করেছি। গণ পরিবহনে যাতে ওয়ান ম্যান ওয়ান সীট ইউজ করে সেটা দেখছি। আমাদের আনসার, পুলিশ বিজিপি, রেলপথ, নৌ-পথে কাজ করছে।

 

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা সংক্রমন রোধে বিভিন্ন বিধি-নিষেধসহ করনীয় বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।

 

জেলা প্রশাসক বলেন, আমাদের নারায়ণগঞ্জে ৪ থেকে ৫ হাজার ইন্ডাস্ট্রিজ রয়েছে। সেখানে কোভিড-১৯ মেনটেইন করে তারা যেনো কাজ করে তার জন্য যত্ন নেয়ার জন্য বলেছি। আমাদের শিল্পকারখানায় মানুষদের জন্য আইসোলেশন করার কথা বলেছি।

 

তিনি আরো বলেন, আমরা বাজার, মলসহ বড় বড় দোকানগুলোর মালিকদের আমরা বলেছি কোভিড-১৯ মোকাবেলার দায়িত্ব আপনাদের। সেটি না করলে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় জেলা প্রশাসক নারায়ণগঞ্জ বাসীকে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য মাস্ক ব্যবহার করার আহবান জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন