আমি দখলবাজ প্রতিহত করার প্রত্যয় নিয়ে কাজ করছি: সাদরিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১০:২২ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল বলেছেন, আমি বা আমার কোন কর্মী রাজনৈতিক দল বা ব্যাক্তির পরিচয় কোন প্রকার অনৈতিক চাঁদা বা দখলে সম্পৃক্ত নই। দেশের আইনের শাসন এর প্রতি শ্রদ্ধা রেখে আমি এবং আমার এলাকার জনগণ মিলে চাঁদাবাজ, দখলবাজ প্রতিহত করার প্রত্যয় নিয়ে কাজ করছি এবং আমৃত্যু দেশ এবং জনগণের কল্যানে কাজ করে যাবার ঘোষণা দিচ্ছি।
মঙ্গলবার (২৯ আগষ্ট) গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব কথা বলেন তিনি। গোলাম মোহাম্মদ সাদরিল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে পূর্বের ন্যায় আমার এলাকার জনগণের স্বার্থে নিরলস ভাবে সকলের সাথে মিলে সামাজিক কাজ করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যম আমাকে নিয়ে কিছু ভ্রান্ত অভিযোগে মিথ্যা তথ্য প্রচার করছেন। যা সম্পুর্ণ অগ্রাহ্য। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি