শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

আলিঙ্গন করার চাকরি, প্রতি ঘণ্টায় ৫৮০০ টাকা !

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : বার বার চেষ্টা করেও প্রেমে ব্যর্থ আপনি? কাউকে আলিঙ্গন করতে মন চাচ্ছে? তাহলে আপনি নিতে পারেন আলিঙ্গন করার চাকরি। তাও আবার প্রতি ঘণ্টায় পাবেন ৫৮০০ টাকা ! এই পরিসেবার জন্য লোক খুঁজছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। এরমধ্যে উল্লেযোগ্য, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।


এই পেশাটি প্রথমে আমেরিকায় শুরু হলেও এখন বিশ্বের অনেক দেশেই এটি জনপ্রিয়। যাদের আলিঙ্গন করার মতো কেউ নেই, তারা বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে খুঁজে নেন পছন্দের ব্যক্তিটি। প্রথমে একাকী নারীদের জন্য চালু হলেও পরে তা পুরুষ ও নারী দুই ক্ষেত্রেই চালু হয়। সম্পর্কে থাকলেও যারা একা, স্বামী বা স্ত্রী কাজের জন্য বাইরে, কিংবা সম্পর্কে নেই, তাদের কথা মাথায় রেখেই এই ‘কাডলিং সার্ভিস’ শুরু।

 

গবেষকরা বলছেন, একজন মানুষকে মানসিকভাবে সুস্থ করে তুলতে আলিঙ্গন সবচেয়ে বেশি কার্যকর। এটি নারী ও পুরুষ সবার ক্ষেত্রে।