বুধবার   ১৩ নভেম্বর ২০২৪   কার্তিক ২৮ ১৪৩১

আলুর কেজি ৭০, অস্থিতিশীল আদা-রসুনের দামও

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪  


লাগামহীন সবজির বাজারে সরকারের নেই কোনো জরালো পদক্ষেপ। একদিকে কিছু সবজির দাম কমতে শুরু করলে অন্যদিকে বাড়তে শুরু করেছে পেঁয়াজ, আলু ও আদা-রসুনের দাম। তবে সবজির দাম খুব একটা কমেছে তা নয়। গত দুই সপ্তাহে পেয়াজ-আলুর দাম বেড়ে হয়েছে দ্বিগুন। পেয়াজের দাম বাড়া নিয়ে এখন মৌসুমের শেষের দিকে এবং সরবরাহ কম হওয়ার কারন দেখিয়ে যাচ্ছেন বিক্রেতারা।

 


এই ভোগান্তিতে পরে ক্রেতারাও করছে ক্ষোভ প্রকাশ। বর্তমানে  টমেটোর কেজি ১৫০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা কেজি, কাঁকরোল ১২০ টাকা কেজি, পটল কেজি প্রতি ৬০-১২০ টাকা এবং শিম কেজিতে ১৫০-১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে ৮০ টাকা কেজির নিচে কোনো সবজির দেখাই মিলছে না। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা এবং আলুর দাম কেজিতে বেড়েছে ১০-২০ টাকা পর্যন্ত।

 

 

এছাড়া গত সপ্তাহের তুলনায় দেশি রসুনের কেজি প্রতি বেড়েছে প্রায় ২০ টাকার  মতো। বাজারে কেজি প্রতি দেশি পেয়াঁজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে এবং ভারতীয় পেয়াজ ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আলুর কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায় যা ২ সপ্তাহ আগে ছিল ৬০ টাকা কেজিতে। বাজারে নতুন আলু না আসা পর্যন্ত দাম কমার কোনো লক্ষন নেই বলে জানাচ্ছেন বিক্রেতারা।  দেশি রসুন ২৬০-২৭০ টাকা পর্যন্ত এবং আদা প্রতি কেজি ৩২০ টাকা ছাড়িয়েছে।  

 


পাইকারি আলু বিক্রেতারা বলছেন, শেষ মৌসুমের এ সময় দাম কিছুটা বাড়ার দিকেই থাকে। তবে এ বছরের শুরু থেকেই আলু চড়া দামেই বিক্রি হয়ে আসছে। এখন পরিস্থিতি এমন, নতুন কোনো কিছু না আসা পর্যন্ত দাম কমবে না। এমনও সময় গিয়েছে আলু ৪৭ টাকায় বিক্রি করেছিলাম, এখন সংকট দেখা দেওয়ার কারনে দাম বাড়ছে।      এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর