আলোকিত চরকাশিপুর সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১০:০৭ পিএম
আলোকিত চরকাশীপুর সংগঠন এর সভাপতি মো. মারুফ রহমান এর নেতৃত্বে একদল তরুন আবারো ৫০ টি অসহায় পরিবারের পাশে।আলোকিত চরকাশীপুর সংগঠন এর পক্ষ থেকে ৫০ টি পরিবারের জন্য ঈদ সামগ্রী দেওয়া হয়। ০৭ এপ্রিল (রবিবার) চরকাশিপুর তিন রাস্তার মোড় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানের সভাপতি মারুফ রহমান বলেন, আমাদের সংগঠনটি একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিবছরের মতোই এবারও আমরা আমাদের সাধ্যমত অসহায় ও দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের সক্ষমতা যত বাড়বে, তত বেশি মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো।
এ সময় এ সংগঠনের সাহায্য পাওয়া একজন বলেন, আলোকিত চর কাশিপুর সংগঠনটি কাশীপুরে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। তারা সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তাদের জন্য দোয়া রইল যেন তারা ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে মানুষদের পাশে দাঁড়াতে পারে।
উপস্থিত ছিলেন আলোকিত চরকাশীপুর এর সদস্য সিফাত, সোহান, রকিব, মানিক, মেহেদী, মহাসিন, জিসান, শাওন, মাসুদ, তানভীর, বিল্লাল, অমিত ও সাকিব আরো অনেকে। এস.এ/জেসি