আসন্ন রথযাত্রা সফল করতে জেলা পূজা পরিষদের মতবিনিময় সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৭:০৬ পিএম
নারায়ণগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২৬ জুন ) বিকেল পাঁচটায় টানবাজারস্থ দরিদ্র ভান্ডার কালী মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয় বিকেল পাঁচটায়।
এ সময় রথযাত্রার সফল আয়োজনের লক্ষ্যে আগত নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সভার শেষ পর্যায়ে যখন অনুষ্ঠানের সভাপতি শিখন সরকার শিপন বক্তব্য রাখবেন সে সময় অনুষ্ঠানস্থলে যোগ দেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা। তখন সভা চলাকালীন অবস্থায় সংগঠনের সভাপতিকে সম্মান জানিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করার অনুরোধ জানান শিখন সরকার শিপন। এসময় শিখন সরকার শিপনের সাংগঠনিক বিচক্ষণতার প্রশংসা করেন আগত নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আসন্ন জগন্নাথ দেবের রথযাত্রা সফল করতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। তাছাড়া মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা সমাগত হওয়ায় ফিরতি রথ যাত্রা ৯ জুলাই এর পরিবর্তে একদিন এগিয়ে এনে ৮ জুলাই পালনের অনুরোধ জানানো হয়। মতবিনিময় সভায় জানানো হয় আগামী ১ জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে। নারায়ণগঞ্জ শহরে সাতটি মন্দিরে এবং জেলাজুড়ে আরো নয়টি মন্দিরসহ মোট ১৬ টি মন্দির থেকে রথযাত্রা বের করা হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাশ, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ও ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে,সোনারগাঁও থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সিদ্ধিরগঞ্জ থানা পূূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, পূজা পরিষদ নেতা হিমাদ্রি সাহা হিমু, সুশিল দাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বীরেন দাস, সিদ্ধিরগঞ্জ থানা পূূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, পূজা পরিষদ নেতা প্রদীপ মন্ডল, কৃষ্ণ আচার্য্য, পিন্টু রায়, অরুণ দেবনাথ, তপন গোপ সাধু, তপন দাস, বিশ্বজিৎ সাহা, অমর ঘোষ, জয়দেব দাস, অভিজিত সেন, সুজন বিশ্বাস। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইসকন মন্দির কমিটির নেতৃবৃন্দ।এমই/জেসি